
আফগানিস্তানের অর্থনৈতিক অগ্রযাত্রার পথে উল্লেখযোগ্য উন্নতি লাভ করেছে দেশটির বেসরকারি ব্যাংকসমূহ। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাগণ জানান, বিগত ১ বছরে দেশের বেসরকারি ব্যাংকগুলোর সম্পদ ১৫০০ কোটি আফগানি বৃদ্ধি পেয়েছে। এর আগের বছরের তুলনায় আর্থিক সম্পদ ৭১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া বিগত ১ বছরের মধ্যে প্রায় ২২০০ কোটি আফগানি ব্যাংক গ্যারান্টি ইস্যু করেছে এই ব্যাংকসমূহ।
বর্তমানে আফগানিস্তানে মোট ১২টি ব্যাংক চালু আছে। এর মধ্যে ৩টি সরকারি ব্যাংক, ২টি বিদেশী ব্যাংকের প্রতিনিধি অফিস এবং অবশিষ্ট ৭টি বেসরকারি ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র হাসিবুল্লাহ নূরী হাফিযাহুল্লাহ বলেন, আমরা ব্যাংকিং খাতে উল্লেখযোগ্য অগ্রগতি আনয়নের চেষ্টা করছি, যেন এটি আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। গত বছরে আমরা ব্যাংকিং বিভিন্ন সীমাবদ্ধতা শিথিল করতেও সফল হয়েছি।
ব্যাংকিং সেবায় অগ্রগতি স্বীকার করে এই খাতের আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন বেসরকারি খাতের সদস্যবৃন্দ। আফগান শিল্প ও খনি সংশ্লিষ্ট চেম্বারের একজন সদস্য জাবিউল্লাহ নাজারি মন্তব্য করেছেন, ৩ বছর আগের তুলনায় আফগানিস্তানের বেসরকারি ব্যাংকগুলো উন্নতি লাভ করেছে। সারাদেশে নাগরিকগণ এখন খুব সহজে ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারেন। এই খাতটি ক্রমেই আরও সমৃদ্ধ হচ্ছে।
তথ্যসূত্র:
1. Private banking sector sees significant growth, says DAB
– https://tinyurl.com/5rzmud86


