গাজায় অব্যাহত ইসরায়েলি বর্বরতায় শহীদ আরও ৬১ ফিলিস্তিনি

0
23

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলা থেমে নেই। ১০ আগস্ট, রবিবার নতুন করে আরও ৬১ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং কমপক্ষে ৩৬৩ জন আহত হয়েছেন। এই নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে চলা ইসরায়েলের গণহত্যামূলক অভিযানে ৬১ হাজার ৪৩০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, রবিবার গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৬১ জন নিহত হওয়ার পাশাপাশি ৩৬৩ জন আহত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, আহতের সংখ্যা বেড়ে এখন প্রায় ১ লাখ ৫৩ হাজার ২১৩ জনে দাঁড়িয়েছে। উদ্ধারকারী দল এখনও অনেক হতাহতকে ধ্বংসস্তূপের নিচে থেকে উদ্ধার করতে পারেনি, ফলে প্রকৃত হতাহত ও নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে।

এছাড়া মানবিক সাহায্য নিতে গিয়ে হামলায় ৩৫ জন নিহত এবং ৩০৪ জনের বেশি আহত হয়েছে। মানবিক সাহায্যের জন্য এতো ঝুঁকি নেওয়ার কারণ হলো গাজার গভীর দুর্ভিক্ষ এবং অপুষ্টি। ১০ আগস্ট, রবিবার দুর্ভিক্ষের কারণে দুই শিশুসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। এই অনাহারে মৃত্যুর সংখ্যা এখন ২১৭, যার মধ্যে ১০০ শিশু রয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়লি গণহত্যা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অপুষ্টির কারণে মোট মৃত্যুর সংখ্যা ২১৭ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১০০ জন শিশু।

মে মাসের শেষের দিকে সম্পূর্ণ অবরোধ আংশিকভাবে তুলে নেওয়ার পর ইসরায়েল গাজায় প্রবেশকারী ত্রাণ সরবরাহের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা অব্যাহত রাখে। এর ফলে এসব মৃত্যুর বেশিরভাগই ঘটেছে সাম্প্রতিক সময়গুলোতে।


তথ্যসূত্র:
1. Gaza death toll passes 61,400 as Israel’s destructive war continues unabatated
– https://tinyurl.com/47a3c2a6

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবিগত ১ বছরে আফগান বেসরকারি ব্যাংকসমূহের সম্পদ বাড়ল মোট ১৫০০ কোটি আফগানি
পরবর্তী নিবন্ধবুরকিনায় ভিন্ন ফ্রন্টে ‘জেএনআইএম’ এর অভিযানে ২৭ শত্রু সেনা নিহত: ৪টি সামরিক চৌকি বিজয়