চাঁদাবাজির সময় হাতেনাতে আটক ছাত্রদলের ০৬ কর্মী

0
39

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে ছয়জন আটক হয়েছে। এসময় চাঁদা না পেয়ে তারা ট্রাকচালক ও সহকারীকে মারধর করে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১২ আগস্ট) ভোরে সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরশেদুল হক।

আটক ব্যক্তিরা হল— জাহিদ হাসান (১৯), আব্দুস সমাদ (১৮), মো. সাত্তার (১৯), মো. ইব্রাহিম খলিল (২৩), মো. আলামিন (১৮) ও মো. রাশেদ আহমেদ (৩০)। তারা সবাই রানীশংকৈল উপজেলার ভবানন্দপুর গ্রামের বাসিন্দা এবং উপজেলা ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

স্থানীয়রা গণমাধ্যমকে জানিয়েছে, ভোরে নেকমরদ এলাকায় একটি মালবাহী ট্রাক আটকিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে তারা। ট্রাকচালক ও সহকারী টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মারধর ও হুমকি দেওয়া হয়। পরে চালক গাড়ির মালিককে জানালে তিনি বিষয়টি সেনাবাহিনীকে অবহিত করেন। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে ছয়জনকে হাতেনাতে আটক করে রানীশংকৈল থানা পুলিশের কাছে সোপর্দ করে।


তথ্যসূত্র:
১. চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনীর হাতে ছাত্রদলের ৬ জন আটক
– https://tinyurl.com/mpmw6f6p

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকৃষকলীগ নেতার বিরুদ্ধে ৪ কোটি টাকার মাছ চুরির অভিযোগ
পরবর্তী নিবন্ধতিন মাসে ২২৩ বার ধর্ষণের শিকার ভারতে পাচার হওয়া বাংলাদেশি তরুণী