
আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশে বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণ ও নতুন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন ১০টি দেশের আলেম-ওলামা ও ব্যবসায়ী প্রতিনিধি। দেশগুলো হল কাতার, সৌদি আরব, তুরস্ক, বাহরাইন, ইরাক, ওমান, মালয়েশিয়া, ফিলিস্তিন, সিরিয়া ও ভারত।
দেশগুলোর আলেম ও ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বিত একটি দল সরকারি সফরে সম্প্রতি পাঞ্জশির প্রদেশে এসেছেন। এই সময় প্রদেশের গভর্নর মুহাম্মদ আগা হাকিম হাফিযাহুল্লাহ’র সাথে উক্ত প্রতিনিধিদল সাক্ষাত করেছেন।
মুসলিম বিশ্ব ও সম্ভাব্য বৈশ্বিক বিনিয়োগকারীদের নিকট আফগানিস্তানের প্রকৃত চিত্র তুলে ধরার প্রতিশ্রুতি দিয়েছেন অংশগ্রহণকারী সদস্যগণ।
হাকিম হাফিযাহুল্লাহ অতিথিদের উদ্দেশ্যে বলেন, দীর্ঘ কয়েক দশকের যুদ্ধের অবসানের পর আফগানিস্তানে এখন নিরাপত্তা বিরাজ করছে। আফগানিস্তান সম্ভাবনার নতুন একটি যুগে প্রবেশ করেছে।
বিগত যুদ্ধে দেশে অবকাঠামোগত ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। তাই ইসলামী ব্যবস্থাকে শক্তিশালী করা এবং দেশের মৌলিক খাতগুলোকে পুনর্গঠনে এগিয়ে আসতে তিনি মুসলিম দেশগুলোর বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান।
অপরদিকে আফগানিস্তানের নিরাপত্তা পরিবেশের প্রশংসা করেছেন ইয়েমেনের স্কলারস কাউন্সিলের প্রধান ডঃ আব্দুল্লাহ আল-জিদানী। পাশাপাশি তিনি আন্তর্জাতিক পর্যায়ে ইমারতে ইসলামিয়ার সমর্থনে কথা বলার প্রতিশ্রুতি দিয়েছেন।
পাঞ্জশির প্রদেশের ব্যাপক সম্ভাবনাময় কৃষি ও পর্যটন খাতে বিনিয়োগের প্রতিশ্রুতি তুলে ধরেন কাতারের বিনিয়োগকারী মুহাম্মদ হাসান আল-ইমাদি।
ইসলামিক ফান্ডিং কমিটির চেয়ারম্যান ও ইয়েমেনি ব্যবসায়ী খালিদ বলেন, ইমারতে ইসলামিয়া সরকারের ভিত্তি সুসংহত করতেই তিনি আফগানিস্তানে এসেছেন। তিনি বৈঠকে একটি প্রস্তাব উপস্থাপন করেন। এই প্রস্তাব অনুযায়ী, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর ২৫০টি কোম্পানি ও বিনিয়োগকারী আফগান অর্থনীতিতে প্রায় ৯ লক্ষ মার্কিন ডলার বিনিয়োগ করবে।
উল্লেখ্য যে, সাম্প্রতিক বছরগুলোতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যাপক প্রচেষ্টা চালিয়েছে পাঞ্জশিরের স্থানীয় প্রশাসন। বিশেষত প্রদেশটির কৃষি, প্রাকৃতিক সম্পদ ও মনোরম দৃশ্য তুলে ধরার জন্য একাধিক প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানানো হয়েছে।
অতি শীঘ্রই বিনিয়োগ সংশ্লিষ্ট প্রতিশ্রুতিসমূহ বাস্তবরূপ লাভ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ, যা উক্ত প্রদেশে কর্মসংস্থান তৈরি, অবকাঠামোগত উন্নয়ন ও টেকসই প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
তথ্যসূত্র:
1. Islamic scholars and investors from 10 countries pledge support for Panjshir province
– https://tinyurl.com/awfckfjh


