গাজায় সহায়তা নিতে গিয়ে শহীদ আরও ৩১, অনাহার-অপুষ্টিতে মৃত্যু ৫ জনের

0
24

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার বিভিন্ন স্থানে বর্বর ইসরায়েলি হামলায় একদিনে আরও বহু ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এর ফলে গাজায় মোট প্রাণহানির সংখ্যা প্রায় ৬১ হাজার ৬০০ জনে পৌঁছে গেছে।

এছাড়া গাজায় মানবিক সহায়তা নিতে গিয়ে একদিনে আরও ৩১ জন শহীদ হয়েছেন। অন্যদিকে অনাহার ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে আরও ৫ জনের। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় দখলদার ইসরায়েলের চলমান হামলায় এখন পর্যন্ত অন্তত ৬১ হাজার ৫৯৯ ফিলিস্তিনি শহীদ হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

১২ আগস্ট, মঙ্গলবার অন্তত ১০০ জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে, এর মধ্যে ১১ জনকে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়। একই সময়ে আহত হয়েছেন আরও ৫১৩ জন। যুদ্ধ শুরুর পর থেকে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৪ হাজার ৮৮ জনে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এখনও বহু মরদেহ ধ্বংসস্তূপ ও সড়কে পড়ে আছে, কিন্তু অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স কর্মীরা সেগুলো উদ্ধার করতে পারছেন না।


তথ্যসূত্র:
1. Gaza death toll rises to 61,600 as Israel continues brutal war on Palestinians
– https://tinyurl.com/yp9whksk

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের পান্না রত্নপাথর এখন অন্যতম বিনিয়োগের আকর্ষণ
পরবর্তী নিবন্ধডাকসু নির্বাচনে ভিপি পদে মনোনয়ন ফরম নিল নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা