ডাকসু নির্বাচনে ভিপি পদে মনোনয়ন ফরম নিল নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা

0
37

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভিপি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা জুলিয়াস সিজার তালুকদার।

বুধবার (১২ আগস্ট) দুপুরে ফরম সংগ্রহের প্রথম দিন সে মনোনয়ন ফরম সংগ্রহ করে।

জুলিয়াস সিজার ২০১৯ সালের ডাকসু নির্বাচনে ছাত্রলীগের প্যানেল থেকে সলিমুল্লাহ মুসলিম হলে জিএস নির্বাচিত হয়েছিল। সে ২০১৭ সালে হল ছাত্রলীগের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে।

জুলিয়াস সিজারের মনোনয়ন সংগ্রহের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাতে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেল সাড়ে ৩টায় ক্যাম্পাসে বিক্ষোভ করে একদল শিক্ষার্থী।

বিক্ষোভে অংশ নেওয়া স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জামালুদ্দীন মুহাম্মদ খালিদ গণমাধ্যমকে বলেন, ‘প্রধান রিটার্নিং কর্মকর্তা জসীম উদ্দীন স্যারকে জুলিয়াস সিজার তালুকদারের ভোটাধিকার ও প্রার্থিতা বাতিল এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছি আমরা।’


তথ্যসূত্র:
১. ডাকসু নির্বাচন: ভিপি পদে মনোনয়ন ফরম নিলেন সাবেক ছাত্রলীগ নেতা
– https://tinyurl.com/aavmxr3u

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় সহায়তা নিতে গিয়ে শহীদ আরও ৩১, অনাহার-অপুষ্টিতে মৃত্যু ৫ জনের
পরবর্তী নিবন্ধ‘তোর মতো সাংবাদিককে মেরে ফেললে কী হবে?’- বিএনপি নেতাকে নিয়ে নিউজ করায় সাংবাদিকের উপর হামলা