আ.লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগকে ‘গেরিলা প্রশিক্ষণ’ দেওয়ার দায় স্বীকার করে মেজর সাদিকের স্ত্রীর জবানবন্দি

0
51

আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় ভাটারা থানার মামলায় মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত তার জবানবন্দি রেকর্ড করে।

এদিন রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এসময় সে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান বিভাগের পরিদর্শক মো. জেহাদ হোসেন তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার জবানবন্দি রেকর্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেয়। এর আগে ৭ আগস্ট শুনানি শেষে আদালত সুমাইয়ার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল।

বৈঠকে পরিকল্পনা করা হয়, পলাতক শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর সারা দেশ থেকে লোকজন এসে ঢাকায় সমবেত হবে। তারা ঢাকার শাহবাগ মোড় দখল করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেশে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করবে। এ ঘটনায় ১৩ জুলাই ভাটারা থানার এসআই জ্যোতির্ময় মন্ডল সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেছিল।


তথ্যসূত্র:
১. ‘গেরিলা প্রশিক্ষণের’ দায় স্বীকার করে মেজর সাদিকের স্ত্রীর জবানবন্দি
– https://tinyurl.com/4x8v48bs

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ‘তোর মতো সাংবাদিককে মেরে ফেললে কী হবে?’- বিএনপি নেতাকে নিয়ে নিউজ করায় সাংবাদিকের উপর হামলা
পরবর্তী নিবন্ধবিপদসীমার ৭ সেন্টিমিটার উপরে তিস্তার ডালিয়া পয়েন্টের পানি; পানিবন্দি কয়েক হাজার পরিবার