
কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনা থেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালের দিকে নাফনদীর টেকনাফ নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে তাদের ধরে নিয়ে গেছে।
জেলেরা হল— টেকনাফ সাবারং ইউনিয়নের শাহ পরীর দ্বীপের জালিয়া পাড়ার বাসিন্দা মো. আলী আহমদ ছেলে মো. ইলিয়াস (৪১), তার ছেলে আক্কল আলী (২০) ও মো. নুর হোসেন (১৮), কালু মিয়ার ছেলে সাবের হোসেন (২২) এবং মো. নুর হোসেনের ছেলে মো. সাইফুল ইসলাম (২৫)।
সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সালাম বলেন, মঙ্গলবার (১২ আগস্ট) সকালে পাঁচ জেলে ট্রলারে করে মাছ ধরতে গিয়েছিল। আরাকান আর্মির সদস্যরা স্পিড বোটে এসে অস্ত্রের মুখে জেলেদের নিয়ে গেছে। কাছাকাছি এলাকা থেকে অন্য জেলেরা এটা দেখেছে। পরে তারা ফিরে এসে স্বজনদের জানিয়েছেন।
তথ্যসূত্র:
১. নাফ নদী থেকে ৫ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
– https://tinyurl.com/5de3j46z


