
বরগুনার বেতাগী উপজেলার বিষখালী নদীর তীরে দাঁড়িয়ে আছে কালিকাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নদী ধেয়ে আসছে এর দিকে। প্রতিদিন জোয়ারের পানি আর নদীর গর্জন আতঙ্ক ছড়াচ্ছে ৭০ জন শিক্ষার্থীর মনে।
চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সুবর্ণা আক্তার গণমাধ্যমকে জানায়, ক’দিন আগেও জোয়ারে স্কুলের রাস্তা তলিয়ে গিয়েছিল, ফ্লোর পর্যন্ত পানি উঠেছিল। তখন স্কুলে ঢুকতে পারিনি। আকাশে মেঘ আর নদীতে পানি দেখলেই ভয় লাগে। মনে হয়, কোনোদিন যেন স্কুলটাও নদীতে ভেসে যাবে।
স্থানীয়রা গণমাধ্যমকে জানিয়েছে, কয়েক দশক ধরে বিষখালী নদীর ভাঙনে বিলীন হয়েছে শত শত একর জমি, অসংখ্য ঘরবাড়ি ও জনপদ। হারিয়ে গেছে প্রাথমিক বিদ্যালয়, মাদরাসা, মসজিদসহ অনেক স্থাপনা। বর্তমানে নদীর কড়াল গ্রাসে রয়েছে ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়, যেটি ২০০৯ সালে প্রায় এক কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে নতুন ভবন ও সাইক্লোন শেল্টার হিসেবে নির্মিত হয়।
সরেজমিনে গণমাধ্যমের প্রতিবেদনে দেখা গেছে, বিদ্যালয় ভবনের মাত্র ৬০–৭০ ফুট দূরে এগিয়ে এসেছে নদী। পাকা সড়ক ভেঙে গেছে, ফলে শিক্ষার্থীদের জল-কাদা মাড়িয়ে বিদ্যালয়ে আসতে হচ্ছে।
তথ্যসূত্র:
১. বিষখালী নদীর ভাঙন ঝুঁকিতে কালিকাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
– https://tinyurl.com/upcbaye6


