গাজায় হামলার মাত্রা বাড়িয়েছে দখলদার ইসরায়েল, একদিনে শহীদ ১২৩

0
30

গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দুর্বৃত্ত রাষ্ট্র ইসরায়েল। দখলদারদের হামলায় ১৩ আগস্ট, বুধবার কমপক্ষে ১২৩ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি আগ্রাসনে শহীদের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

টেলিগ্রামে প্রকাশিত মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বুধবার গাজায় বর্বর ইসরায়েলি হামলায় কমপক্ষে ১২৩ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এছাড়া ৩৯৯ জন আহত ফিলিস্তিনিকে গাজার বিভিন্ন হাসপাতালে আনা হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, বুধবার মানবিক সাহায্য পেতে গিয়ে ২১ জন ফিলিস্তিনি শহীদ এবং ১৮৫ জনেরও বেশি আহত হয়েছে। এতে গত ২৭ মে থেকে এখন পর্যন্ত সাহায্য নিতে গিয়ে শহীদ ফিলিস্তিনির সংখ্যা ১ হাজার ৮৫৯ জনে দাঁড়িয়েছে এবং ১৩ হাজার ৫৯৪ মানুষ আহত হয়েছেন। এছাড়াও এখনো নিখোঁজ রয়েছেন বহু ফিলিস্তিনি।

মূলত, গত ২৭ মে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) ত্রাণ বিতরণ শুরু করার পর থেকে প্রায় প্রতিদিনই তাদের খোলা চারটি ত্রাণ কেন্দ্রের কাছে প্রাণহানির ঘটনা ঘটেছে।

অন্যদিকে বুধবার গাজার হাসপাতালগুলো অনাহার ও অপুষ্টিতে ৩ শিশুসহ ৮ জনের মৃত্যুর হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর ক্ষুধাজনিত কারণে শহীদ ফিলিস্তিনির সংখ্যা ২৩৫ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১০৬ জনই শিশু।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ৭২২ জন, যাদের বেশির ভাগই নারী ও শিশু। এছাড়াও আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ৫৪ হাজার ৫২৫ জনে দাঁড়িয়েছে।


তথ্যসূত্র:
1. Gaza death toll tops 61,700 amid relentless Israeli attacks
– https://tinyurl.com/64e3bek3

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকাশ্মীর সীমান্তে পাকিস্তান সেনার গুলিতে ২ ভারতীয় সেনা নিহত
পরবর্তী নিবন্ধফটো রিপোর্ট || রাজধানীর উপকন্ঠে শাবাবের হামলা: মোগাদিশু বাহিনীতে ব্যাপক পলায়ন