দুই শিক্ষককে সমকামী সন্ত্রাসীদের হুমকি : ৭৩ শিক্ষাবিদ ও পেশাজীবীর উদ্বেগ

0
97

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষক ড. মোহাম্মদ সারোয়ার হোসেন ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব উৎসকে সিলেটের মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের সমকামী ট্রান্স জেন্ডার সন্ত্রাসী সাহারা চৌধুরী কর্তৃক প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের বাংলাদেশি শিক্ষক, বুদ্ধিজীবী ও পেশাজীবী ৭৩ জন নাগরিক।

মঙ্গলবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অবিলম্বে ড. সরোয়ার ও উৎস -কে হত্যার হুমকি দেওয়া সাহারা চৌধুরীকে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
বিবৃতিতে তারা বলেন, আমরা নিম্নসাক্ষরকারীগণ সম্প্রতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, গত ১১ আগস্ট রাতে সাহারা চৌধুরী নামের একজন শিক্ষার্থী ‘এন্টার্কটিকা চৌধুরী’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষক ড. মোহাম্মদ সারোয়ার হোসেন এবং মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব উৎসকে উদ্দেশ্য করে দুটি কার্টুন ক্যারিকেচার প্রকাশ করা হয়। উক্ত কার্টুনে তাদের প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়। এই ঘটনায় ভুক্তভোগী দুই শিক্ষক সাহারা চৌধুরীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।

উল্লেখ্য, সাহারা চৌধুরীর একটি মেনিফেস্টো অনলাইনে পাওয়া যাতে সাহারা চৌধুরী পাশ্চাত্যের সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির আদলে সন্ত্রাসবাদকে নিজের রাজনৈতিক মতাদর্শ হিসাবে উল্লেখ করেছেন।

আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছি যে, এ ঘটনার পর কিছু শিক্ষকসহ ১৬২ জন নাগরিক একটি বিবৃতি দিয়েছেন যেখানে তারা সন্ত্রাসবাদের নিন্দা জানানোর পরিবর্তে হুমকির শিকার দুই শিক্ষককে ক্ষমা চাইতে বলেছেন। এই ঘৃণ্য ভিক্টিম ব্লেমিং ভয়াবহ মবতন্ত্রের সবকটি লক্ষণ বহন করে।

ড. সারোয়ার হোসেন ও আসিফ মাহতাব উৎসের নিরাপত্তা অবিলম্বে নিশ্চিত করা ও ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীকে বিচারের আওতায় এনে যথাযথ শাস্তি প্রদানের দাবি করেন বিবৃতিদাতাগণ।

বিবৃতি দেয়া শিক্ষকগণ:

১.ড. হাসান মাহমুদ, সহকারী অধ্যাপক, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, কাতার

২. আনিসুর রহমান, প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার, ইলি লিলি & কোম্পানি, যুক্তরাষ্ট্র

৩. ড. হেলাল মোহাম্মদ খান, অ্যাসিস্ট্যান্ট টিচিং প্রফেসর, জর্জটাউন ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র

৪. ড. ফারুক ভূঁইয়া, অ‍্যসিস্ট‍্যান্ট প্রফেসর, ইউনিভার্সিটি অফ সাসেক্স, যুক্তরাজ্য

৫. ড. ফরহাদ হোসেন, অ‍্যসিস্ট‍্যান্ট প্রফেসর, সোফিয়া ইউনিভার্সিটি, জাপান

৬. ড. সিব্বির আহমেদ, পোস্ট ডক্টরাল গবেষক, ইউনিভার্সিটি অব ভারজিনিয়া, যুক্তরাষ্ট্র

৭. ড. আরীফুল হক, ইউনিভার্সিটি অফ হিউস্টন, যুক্তরাষ্ট্র

৮. ড. মোঃ রাফিউল বিশ্বাস, পোস্টডক্টরাল গবেষক, হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়, কাতার

৯. ড. রাশেদুল ইসলাম, পোস্টডক্টরাল রিসার্চার, কিউশু বিশ্ববিদ্যালয়, জাপান

১০. ড. এস এম নাসির উদ্দিন, গবেষক, হামাদ বিন খলিফা ইউনিভার্সিটি, কাতার

১১. ব্যারিস্টার শাইখ মাহদী, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট

১২. তাইয়িব আহমেদ, পিএইচডি গবেষক এবং ইন্সট্রাক্টর, কলোরাডো স্টেট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র ১৩. নুসরাত সুবাহ্ বিনতে সাখাওয়াত, পিএইচডি গবেষক, ফেডারেশন ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া

১৪. মীর শাব্বির হাসান, পিএইচডি গবেষক, জর্জিয়া বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র

১৫. মুহাম্মাদ উবায়দুল হক, একাডেমিক অফিসার, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য

১৬. সুমাইয়া রাবেয়া, রিসার্চ ফেলো, ইউনিভার্সিটি টঙ্কু আব্দুল রহমান, মালয়েশিয়া

১৭. মুসান্না গালিব, বিজনেস এনালিস্ট, টেক্সাস এ এন্ড এম ইউনিভার্সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র

১৮. রাসেল মোহাম্মদ, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার, জাপান

১৯. শামসুল চৌধুরী, এডুকেশনাল কনসালট্যান্ট, ডেনমার্ক

২০. মিনহাজুল আবেদীন, ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়, তুরস্ক

২১. মুহাম্মদ ইসমাইল জবিউল্লাহ, ইউনিভার্সিটি অব সাস্কাচুয়ান, কানাডা

২২. শরীফ আব্দুল বাছেদ, পিএইচডি গবেষক, লাইপজিগ ইউনিভার্সিটি, জার্মানী

২৩. মুহাম্মাদ সাইফুল ইসলাম, আঙ্কারা ইউনিভার্সিটি, তুরস্ক

২৪. মোহাম্মাদ তালহা, রিসার্চ ফেলো, সিজিসিএস

২৫. হাসান মাহমুদ, ব্রিটিশ কলাম্বিয়া ইউনিভার্সিটি, কানাডা

২৬. ইশফাক ফারহান সিয়াম, জর্জটাউন ইউনিভার্সিটি, কাতার

২৭. রুবাইয়া মাহজাবিন, ইউনিভার্সিটি অব মিলান, ইতালি

২৮. মো. মোহাইমিনুল ইসলাম, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, মালয়েশিয়া

২৯. ফারহান সালেহ রাফিদ, আল-জাজিরা মিডিয়া নেটওয়ার্ক, কাতার

৩০. মো. ওবায়দুল্লাহ, ইউনিভার্সিটি অফ সাউদার্ন মিসিসিপি, যুক্তরাষ্ট্র

৩১. আবরার মোহসিন সামিন, রিসার্চ ইঞ্জিনিয়ার, যুক্তরাষ্ট্র

৩২. আবরার আবির, কার্নেগি মেলন ইউনিভার্সিটি, কাতার

৩৩. শেখ তাশরীফ উদ্দিন, ওকলাহোমা স্টেইট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র

৩৪. মুহাম্মদ আশরাফ আলী, রিসার্চ এসিস্ট্যান্ট, নর্থ ক্যারোলাইনা এ এন্ড টি স্টেট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র

৩৫. শেখ মুযযাম্মিল হোসেন, আলবুখারী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মালয়েশিয়া

৩৬. আবু ইউসুফ, পিএইচডি গবেষক, কিউশু বিশ্ববিদ্যালয়, জাপান

৩৭. মোহাম্মদ আমিরুল ইসলাম, ইউনিভার্সিটি অফ মন্ট্রিয়াল, কানাডা

৩৮. এনামুল হক, লেকচারার, ফেনী ইউনিভার্সিটি, বাংলাদেশ

৩৯. মো: মনিরুল ইসলাম, পিএইচডি ফেলো, সুকুবা ইউনিভার্সিটি, জাপান

৪০. হযরত আলী, লেকচারার, খাজা ইউনুস আলী ইউনিভার্সিটি, বাংলাদেশ

৪১. মো. আবু ছালেহ, পিএইচডি গবেষক, কিউশু বিশ্ববিদ্যালয়, জাপান

৪২. সাবিত হোসেন, মুহাম্মদিয়া ইউনিভার্সিটি অফ জাকার্তা, ইন্দোনেশিয়া, এনএসটিসি রিসার্চ ফেলো, তাইওয়ান

৪৩. মোহাম্মদ ইশরাক, ইন্ডেপেন্ডেন্ট রিসার্চার

৪৪. মো. আবুল হাসান, পিএইচডি গবেষক, HSE ইউনিভার্সিটি, রাশিয়া

৪৫. ইয়াছিন আরাফাত, দিল্লি ইউনিভার্সিটি, ভারত

৪৬. তারিক মাহমুদ, ডেপুটি ডাইরেক্ট, ইনস্টিটিউট অব ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স

৪৭. খান মোহাম্মদ নাজমুস সাকিব, ইয়েনি সাফাক মিডিয়া নেটওয়ার্ক, তুরস্ক

৪৮. আলিয়ার মির্জা, আলবায়রাক মিডিয়া নেটওয়ার্ক, তুরস্ক

৪৯. শাহরিয়ার কামাল, পিএইচডি গবেষক, নাগোয়া বিশ্ববিদ্যালয়, জাপান

৫০. মো. মমিনুল ইসলাম, পিএইচডি গবেষক, হোক্কাইডো বিশ্ববিদ্যালয়, জাপান
৫১. মোহতাসিম হাফিজ, জর্জটাউন ইউনিভার্সিটি কাতার

৫২. মো. গোলাম মর্তুজা, পিএইচডি গবেষক, আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া

৫৩. আহসান হাবিব, পিএইচডি গবেষক, ওল্ড ডমিনিয়ন ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র

৫৪. মো. মাহাদী হাসান, রিসার্চ অ্যাসিসট্যান্ট, ইউনিভার্সিটি অব মালয়া, মালেয়শিয়া

৫৫. আহমাদ তকী, ডক্টোরাল রিসার্চার, ওহিও স্টেট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র

৫৬. মো. রাকিবুল হাসান, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ইউনিভার্সিটি অব লুইজিয়ানা অ্যাট লাফায়েত, যুক্তরাষ্ট্র

৫৭. মো. সুয়াইব হাসান, সহকারী নগর পরিকল্পনাবিদ, শেলটেক কনসাল্টেন্সি প্রাইভেট লিমিটেড

৫৮. এন এইচ এম আরাফাত, পিএইচডি গবেষক, ইউনিভার্সিটি অব টলেডো, মার্কিন যুক্তরাষ্ট্র

৫৯. আল মাহফুজ, পিএইচডি গবেষক, ফ্লুরিডা টেক, মার্কিন যুক্তরাষ্ট্র

৬০. ফুয়াদ আল আবীর, পিএইচডি গবেষক, ইউনিভার্সিটি অফ আলাবামা-বার্মিংহাম, মার্কিন যুক্তরাষ্ট্র

৬১. কাজী জহিরুল ইসলাম, মেরসিন ইউনিভার্সিটি, তুরস্ক

৬২. আব্দুল মুহাইমিন, গ্র‍্যাজুয়েট স্টুডেন্ট, বিলকেন্ত ইউনিভার্সিটি, তুরস্ক

৬৩. শেখ মো. সাজেদুল করিম, রিসার্চ ফেলো, সেন্টার ফর অ্যাটমোস্ফেরিক সায়েন্স, হ্যাম্পটন ইউনিভার্সিটি, ভার্জিনিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র

৬৪. তাহমিদ ফায়েক, আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

৬৫. তাহমিদুর রহমান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

৬৬. নাজিব আব্দুল্লাহ, আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়

৬৭. জুয়াইরিয়া বিনতে আনোয়ার, ইকনোমিক এনালিস্ট, বাংলাদেশ

৬৮. তাসনিম বিনতে মাকসুদ, ইউনিভার্সিটি অফ হিউস্টন, যুক্তরাষ্ট্র

৬৯. মো. মোজাহিদুল ইসলাম, পিএইচডি গবেষক, যুক্তরাষ্ট্র

৭০. মো. মাইনুল ইসলাম, পিএইচডি গবেষক, টেক্সাস এ & এম ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র

৭১. মো. তৌফিকুর রহমান, ব্যাংকার, বাংলাদেশ

৭২. মো. হাবিবুর রহমান, পিএইচডি স্টুডেন্ট, হামাদ বিন খলিফা ইউনিভার্সিটি, কাতার

৭৩. জুনাইদ আলমামুন, পিএইচডি স্টুডেন্ট, ওয়েইন স্টেট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র


তথ্যসূত্র:
https://tinyurl.com/24963rt4

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারতে ইসলামিয়ার শাসনামলে স্বাধীনতার মূল্য সুস্পষ্ট হয়েছে: মোল্লা বারাদার হাফিযাহুল্লাহ
পরবর্তী নিবন্ধফটো রিপোর্ট || ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতার ১০৬তম বার্ষিকী উদযাপন করছে আফগানিস্তান