
২০ আগস্ট, বুধবার ভোর থেকে গাজায় বর্বর ইসরায়েলি হামলায় শিশুসহ অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এরমধ্যে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে মারা যান আটজন। চিকিৎসকদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদুলু।
এক প্রতিবেদনে আনাদুলু জানায়, নুসেইরাত শরণার্থী শিবিরে সাহায্যের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালায় দখলদার ইসরায়েলি সেনাবাহিনী। এতে আটজন মারা যায় বলে জানিয়েছেন চিকিৎসকরা।
চিকিৎসা সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, পশ্চিম গাজা শহরের শাতি শরণার্থী শিবিরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি হামলায় একই পরিবারের পাঁচজন সদস্য নিহত হয়েছেন। একই শহরের ইসলামিক বিশ্ববিদ্যালয়ের কাছে একটি তাঁবুতে আরেকটি হামলায় শিশুসহ আরো চারজন নিহত হয়েছেন।
এছাড়া, ইসরায়েলি দখলদার বাহিনী দক্ষিণ সাবরা পাড়ায় একটি বাড়িতে গোলাবর্ষণ করেছে, এতে দুই শিশু নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছে। খান ইউনিসের একটি শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় একজন ফিলিস্তিনি নারী এবং তার দুই শিশু মারা যায়।
দক্ষিণ-পূর্ব গাজা শহরের জেইতুনে বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় একই পরিবারের আরো চারজন ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলায় ভবনটিতে আগুন ধরে যায়।
ইসরায়েলি যুদ্ধবিমান শরণার্থী শিবিরের বেশ কয়েকটি বাড়ি লক্ষ্য করে হামলা চালালে এক শিশুসহ আরো পাঁচজন নিহত এবং আরো অনেকে আহত হন।
তথ্যসূত্র:
1. Children among 33 killed, dozens injured in Israeli attacks across Gaza Strip
-https://tinyurl.com/474hzd3y


