
বিগত ২০১৮ সালের নির্বাচনে প্রকাশ্যে নৌকায় সিল মেরে ভোট দেওয়া মো. আমান উল্লা আমান এখন ছাত্রদল নেতা। এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মাঝে বিরোধ ও চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোট দিয়ে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের বিলদহর গ্রামে মো. আমান উল্লা আমান। সে ওই গ্রামের মো. আসাদ প্রাংয়ের ছেলে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর থেকে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন কর্মসূচি, মিটিং-মিছিলে দেখা গেছে। সম্প্রতি সিংড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার মো. ইউসুফ আলীর ছবি দিয়ে ব্যানার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে।
ছবিগুলোতে দেখা যাচ্ছে, ২০১৮ সালে নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামী লীগ সরকারের সাবেক প্রভাবশালী প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে প্রকাশ্যে ভোট দিয়ে সেই ছবি সেসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে আমান। সে এখন আবার সিংড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার মো. ইউসুফ আলীর ছবি দিয়ে ব্যানার করে প্রচার করছে।
তথ্যসূত্র:
১. প্রকাশ্য নৌকায় ভোট দেওয়া আমান এখন ছাত্রদল নেতা
– https://tinyurl.com/pdhzur77


