গাজায় নতুন ধাপে ‘গণহত্যা’ শুরু করল দখলদার ইসরায়েল

0
82

গাজা সিটি দখলে নিতে নতুন করে হামলা শুরু করেছে সন্ত্রাসী ইসরায়েল। দখলের প্রথম ধাপের অংশ হিসেবে এরই মধ্যে গাজার জেইতুন ও জাবালিয়ায় অভিযান চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। হামলায় একদিনে ৮১ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এর মধ্যে মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ হারান ৩০ জন।

যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই ফিলিস্তিনের গাজায় আগ্রাসন আরও সম্প্রসারণের ষড়যন্ত্র শুরু করেছে দুর্বৃত্ত ইসরায়েল। গাজা সিটি দখল করতে ইসরায়েলি বাহিনী ৬০ হাজার রিজার্ভ সেনা তলব করেছে। এর বাইরে ২০ হাজার সেনার দায়িত্বের সময়সীমাও বাড়ানো হয়েছে। শীর্ষ নেতাদের নির্দেশের পরই অবরুদ্ধ গাজায় ব্যাপক হামলা শুরু করে দখলদার বাহিনী।

আল জাজিরা জানিয়েছে, জেইতুন ও সাবরায় বিরামহীন গোলাবর্ষণে বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন। যাদের মধ্যে শাতি শরণার্থী শিবিরে ত্রাণ নিতে যাওয়া বেশ কয়েকজন ছিলেন।

সংবাদমাধ্যমটি বলছে, ২০ আগস্ট, বুধবার ভোর থেকে শুরু হওয়া বর্বর ইসরায়েলি হামলা ও অবরোধজনিত ক্ষুধায় অন্তত ৮১ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। একইসঙ্গে গাজার সবচেয়ে বড় নগরকেন্দ্র গাজা সিটি দখলের লক্ষ্যে অভিযানের প্রথম ধাপ শুরু করেছে ইহুদিবাদী দখলদার ইসরায়েল। সেখানে এখনো প্রায় ১০ লাখ মানুষ ভয়াবহ পরিস্থিতিতে আটকে আছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর পরে নতুন করে আবার ফিলিস্তিনের গাজায় আগ্রাসন শুরু করে দখলদার ইসরায়েল। অঞ্চলটির হাজার হাজার নিরীহ বাসিন্দাকে হত্যা করা হচ্ছে। সবকটি সংযোগ করিডোর বন্ধ করে দিয়ে খাদ্য, জ্বালানি এমনকি চিকিৎসা ব্যবস্থাও ভঙ্গুর করে দিয়েছে সন্ত্রাসী নেতানিয়াহু বাহিনী।


তথ্যসূত্র:
1.Israel pounds Gaza, killing 81, as it begins assault to seize Gaza City
– https://tinyurl.com/bdzc884e

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমাউন্ট হারমনে বিস্ফোরণ, সাত দখলদার ইসরায়েলি সেনা আহত
পরবর্তী নিবন্ধবাংলাদেশের অভ্যন্তরে বিএসএফের পুশ ইন করা ০৬ ভারতীয় নাগরিক আটক