
কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো (পুশ ইন) ভারতীয় ছয় নাগরিককে চাঁপাইনবাবগঞ্জ থেকে আটক করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর ভূতপুকুর থেকে তাদের আটক করা হয়।
গত ২৪ জুন ওই ছয় ভারতীয় নাগরিককে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশ-ইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। ২০আগষ্ট রাতে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে পুলিশ।
আটককৃত ছয় ভারতীয় নাগরিক হল, পশ্চিমবঙ্গের বীরভূম জেলার পাইকর থানার পাইকর গ্রামের মো. দানেশ (২৮), তার স্ত্রী সোনালী বেগম (২৬) ও তাদের সন্তান মো. সাব্বির(৮) এবং একই এলাকার আজিজুল দেওয়ানের স্ত্রী সুইটি বেগম (৩৩) ও তাদের দুই ছেলে কুরবান দেওয়ান (১৬) ও ইমাম দেওয়ান (০৬)।
তথ্যসূত্র:
১.বাংলাদেশি হিসেবে পুশ ইন করা ৬ ভারতীয় নাগরিক আটক
-https://tinyurl.com/4pnt6nyu


