ভিডিও || আসামে মসজিদে বুলডোজার চালালো হিন্দুত্ববাদী ভারতীয় প্রশাসন

0
136

আসামের বিশ্বনাথ জেলার জাপোরিগুরি এলাকায় মুসলিম-অধ্যুষিত একটি গ্রামে গত দুই দিন ধরে উচ্ছেদ অভিযান চালাচ্ছে হিন্দুত্ববাদী ভারতীয় প্রশাসন। অভিযানে একটি মসজিদ ও এলাকাটির বাড়িঘর গুঁড়িয়ে দেয়া হয়েছে।

ভারতে হিন্দুত্ববাদ পর্যবেক্ষণকারী সংস্থা ‘হিন্দুত্ব ওয়াচ’ ২০ আগস্ট জানায়, গত ১৮ আগস্ট থেকে শুরু হওয়া এক অভিযানে স্থানীয় প্রশাসন একদল এলাকাবাসীকে ‘অবৈধ বাংলাদেশি’ আখ্যা দিয়ে তাদের বসতবাড়ি ও একটি মসজিদ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ৩০৯টি পরিবারের ঘরবাড়ি ভেঙে ফেলা হয়েছে। যদিও ওই গ্রামে আগে থেকেই রাস্তা, বসতবাড়ি এবং পঞ্চায়েতের কার্যক্রম চালু ছিল, তবুও প্রশাসন অঞ্চলটিকে হঠাৎ করেই অবৈধ বসতি ঘোষণা করে উচ্ছেদ অভিযান শুরু করে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, শত শত পুলিশ সদস্যের উপস্থিতিতে মসজিদ এবং সাধারণ মানুষের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।

ভিডিওটি আর্কাইভ থেকে দেখুন:
https://archive.org/details/bulldozer-at-mosque-in-assam
https://archive.org/details/bulldozer-in-assam


তথ্যসূত্র:
1. administration demolished a mosque
– https://tinyurl.com/23zudksu

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতে‌র আলিগড় বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী স্লোগান দেওয়ায় মুসলিম ছাত্রদের বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধবুরকিনায় ২টি শত্রু সামরিক পোস্টে মুজাহিদদের হামলা: অন্তত ১৪ শত্রু সেনা নিহত