গাজায় লাইভ সম্প্রচারের সময় বর্বর ইসরায়েলি হামলায় নিহত রয়টার্স সাংবাদিক

0
48

গাজায় লাইভ সম্প্রচারের সময় বর্বর ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের সাংবাদিক হুসাম আল-মাসরি। ২৬ আগস্ট, মঙ্গলবার নাসের হাসপাতালের সামনে সরাসরি সম্প্রচার চলাকালে এ হামলা হয়।

রয়টার্স জানায়, হাসপাতালের সিঁড়ির পাশে হুসামের দেহ তার ক্যামেরার পাশেই পাওয়া যায়। ৪৯ বছর বয়সী হুসাম আল-মাসরি যুদ্ধবিধ্বস্ত গাজায় সাধারণ মানুষের দুর্ভোগ বিশ্ববাসীর কাছে তুলে ধরছিলেন। অথচ নিজেই একটি তাঁবুতে পরিবার নিয়ে কষ্টকর জীবনযাপন করছিলেন এবং খাবার জোগাড়ে সংগ্রাম করতেন।

রয়টার্সের প্রধান সম্পাদক আলেসান্দ্রা গালোনি বলেন, গাজার গল্প বিশ্বকে জানাতে তিনি ছিলেন নিবেদিতপ্রাণ, সাহসী ও দৃঢ়প্রতিজ্ঞ। সহকর্মীদের মতে, হুসাম সবসময় আশার আলো দেখতেন, এমনকি ভয়াবহ পরিস্থিতিতেও।

সহকর্মীদের মতে, ভয়াবহ পরিস্থিতির মধ্যেও তার ইতিবাচক দৃষ্টিভঙ্গি, সাহসিকতা ও পেশাদারিত্ব তাকে গাজার সাংবাদিকদের ঘনিষ্ঠ মহলে বিশেষভাবে জনপ্রিয় করেছিল।

১৯৭৪ সালে খান ইউনিসে জন্ম নেওয়া হুসাম ১৯৯৮ সালে সাংবাদিকতা শুরু করেন। ২০২৪ সালের মে মাসে তিনি রয়টার্সে যোগ দেন। নাসের হাসপাতাল থেকে প্রতিদিন লাইভসহ গাজার মানবিক বিপর্যয়ের অসংখ্য প্রতিবেদন বিশ্বের কাছে তুলে ধরেন তিনি। সর্বশেষ প্রতিবেদনে দেখিয়েছিলেন—হামলায় নিহত শিশু ও সাধারণ মানুষের লাশ নিয়ে স্বজনদের আহাজারি।

সাংবাদিক সুরক্ষা কমিটি (CPJ) জানিয়েছে, চলমান সংঘাতে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় ১৮৯ জন ফিলিস্তিনি সাংবাদিক শহীদ হয়েছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এ হত্যাকাণ্ডের দায় নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।


তথ্যসূত্র:
1. Hussam al-Masri, the Reuters journalist killed by Israeli fire in Gaza
– https://tinyurl.com/38cjkvef

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক সাবেক নিষিদ্ধ ছাত্রলীগ সদস্য এখন এনসিপি নেতা
পরবর্তী নিবন্ধভারতীয় প্রতিষ্ঠানের সাথে আওয়ামীপন্থী প্রকাশকদের গোপন বৈঠক, দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ