আফগানিস্তানের বাগলান প্রদেশে বাঙ্গি ও তরমুজ উৎপাদন বেড়েছে ১৫ শতাংশ

0
54

চলতি বছর আফগানিস্তানের উত্তর বাগলান প্রদেশে বাঙ্গি ও তরমুজের ফলন ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চলতি মৌসুমকে একটি সফল মৌসুম হিসেবে তুলে ধরেছেন স্থানীয় কৃষকগণ।

প্রদেশের কৃষি কর্মকর্তাগণ জানান, উন্নত বীজ, আধুনিক চাষ পদ্ধতি ও বিশেষজ্ঞদের প্রদানকৃত টেকনিক্যাল নির্দেশনার ফলে এই কৃতিত্ব অর্জন হয়েছে।

তারা আরও জানান, এই বছরে ২ হাজার ২১০ হেক্টর জমিতে তরমুজ আবাদ হয়েছে, এতে প্রায় ৩৩ হাজার ১৫০ মেট্রিক টন তরমুজ উৎপাদিত হয়েছে। যা গত বছরের তুলনায় ১৫ শতাংশ বেশি।

এছাড়া সারের মূল্য হ্রাস ও উন্নত মানের কৃষি উপকরণ সহজলভ্য হওয়ায় ইমারতে ইসলামিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় কৃষক সমাজ।

উল্লেখ্য যে, ইমারতে ইসলামিয়ায় অবৈধ পপি চাষের পরিবর্তে তরমুজ, গম ও জাফরানের মতো বিকল্প ফসলের দিকে উৎসাহিত করতে কর্মসূচি চলমান রয়েছে। বাগলান কৃষি খাতের এই সাফল্য বৈধ ফসল চাষে ইমারতে ইসলামিয়ার বৃহত্তর প্রচেষ্টার একটি অংশ। এর মাধ্যমে একদিকে অবৈধ পপি চাষ নির্মূল হচ্ছে অপরদিকে খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ জীবনযাত্রার মান উন্নত হচ্ছে।

ভিডিও লিংক:
https://x.com/i/status/1959820467017293895


তথ্যসূত্র:
1. Melon and watermelon harvests rise 15% in Baghlan, farmers see fruitful season
– https://tinyurl.com/5ryyarwf

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকেনিয়ায় শাবাবের কাছে ৩টি যুদ্ধে লজ্জাজনক পরাজয় ক্রুসেডার বাহিনীর
পরবর্তী নিবন্ধইমারতে ইসলামিয়ায় বিগত ৬ মাসে চিকিৎসা পেয়েছে ৪২ হাজারের অধিক মাদকসেবী