ইমারতে ইসলামিয়ায় বিগত ৬ মাসে চিকিৎসা পেয়েছে ৪২ হাজারের অধিক মাদকসেবী

0
50

বিগত ৬ মাসে আফগানিস্তানজুড়ে ৪২ হাজার ৬৮৩ জন মাদকাসক্ত ব্যক্তি চিকিৎসা লাভ করেছে। এর মধ্যে ৯৫৭ জন নারীও অন্তর্ভুক্ত আছে। চিকিৎসা শেষে তারা নিজ নিজ পরিবারে পুনরায় ফিরে এসেছে।

ইমারতে ইসলামিয়ার জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডাঃ শরাফত জামান আমারখেল হাফিযাহুল্লাহ এই তথ্য প্রদান করেছেন।

তিনি বলেন, মাদকাসক্তদের সামাজিক জীবনে পুনরায় একত্রিত করতে প্রচেষ্টা অব্যাহত রেখেছে ইমারতে ইসলামিয়া সরকার। এই উদ্দেশ্যে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র সম্প্রসারণ ও মাদক বিরোধী সচেতনতা কর্মসূচি চলমান রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য সারাদেশে প্রায় ৭০টি হাসপাতাল বর্তমানে সক্রিয় রয়েছে।

উল্লেখ্য যে, বিগত ২ দশকে মার্কিন আগ্রাসন ও তাদের মদদপুষ্ট পুতুল সরকারের আমলে আফগানিস্তান বিশ্বের অন্যতম মাদক উৎপাদনকারী দেশে পরিণত হয়েছিল। ফলে দারিদ্র্যপীড়িত আফগানিস্তান একটি মারাত্নক সামাজিক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল।

পক্ষান্তরে ইমারতে ইসলামিয়া সরকারের আমলে আফগানিস্তানে মাদক উৎপাদন পরিপূর্ণভাবে নিষিদ্ধ হয়েছে। এছাড়া মাদকসক্ত ব্যাক্তিরা চিকিৎসা লাভ করে স্বাভাবিক জীবনে ফিরে আসছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/248r685r

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের বাগলান প্রদেশে বাঙ্গি ও তরমুজ উৎপাদন বেড়েছে ১৫ শতাংশ
পরবর্তী নিবন্ধআল ফিরদাউস বুলেটিন || ১ম সপ্তাহ, রবিউল আউয়াল ১৪৪৭ ||