
পোল্যান্ডে মহড়া চলাকালে বিধ্বস্ত হলো যুক্তরাষ্ট্রের তৈরি একটি এফ-সিক্সটিন ফাইটার জেট। এ ঘটনায় প্রাণ গেছে যুদ্ধবিমানটির পাইলটের। বিষয়টি নিশ্চিত করেছে পোল্যান্ডের সশস্ত্র বাহিনী।
২৮ আগস্ট, বৃহস্পতিবার পোল্যান্ডের পশ্চিমাঞ্চলীয় একটি বিমান ঘাঁটিতে দুর্ঘটনাটি ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্স এর প্রকাশিত ভিডিওতে দেখা যায়, আকাশে থাকা অবস্থায় হঠাৎ করেই দ্রুত নিচের দিকে নামতে থাকে যুদ্ধবিমানটি। একপর্যায়ে মাটিতে আছড়ে পড়ে আকাশযানটি। মুহূর্তেই আগুন ধরে যায় ফাইটার জেটটিতে।
এই ঘটনাটি ঘটেছে এয়ারশো র্যাডম ২০২৫ এর মহড়া চালানো সময়, যা এই সপ্তাহান্তে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এখন তা বাতিল করা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া দুর্ঘটনার কিছু ভিডিওতে দেখা যায়, যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার আগে একটি মহড়া চালাচ্ছে, এরপর এতে আগুন ধরে যায়।
গুরুত্বপূর্ণ ন্যাটো মিত্র হওয়ায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২০০৩ সালে এফ-সিক্সটিন মডেলের যুদ্ধবিমান কেনে পোল্যান্ড।
তথ্যসূত্র:
1. Polish F-16 crashes during airshow rehearsal
– https://tinyurl.com/nbtcr854
2. Polish Army Pilot killed as F-16 jet crashes during airshow preparation
– https://tinyurl.com/mryt8vf7


