পার্কে অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় তৌহিদী জনতার উপর হামলা; সাংবাদিকসহ আহত ২০

0
80

দিনাজপুরের বিরলে জীবনমহল পার্কে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ করায় সাংবাদিকসহ ২০ তৌহিদী জনতাকে মারধর করে আহত করেছে পার্কটির কর্মচারীরা। এ সময় ৫টি মোটরসাইকেলসহ কমপক্ষে ১০টি যানবাহন ভাঙচুর করা হয়।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে বিরল উপজেলার কাঞ্চন মোড়ে অবস্থিত জীবনমহল পার্কের সামনে সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা গণমাধ্যমকে জানায়, জীবনমহল পার্কের রেস্ট হাউসে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ হয়ে আসছিল। পাশাপাশি পার্কের ভেতরে একটি দরবার শরীফ গড়ে তোলা হয়েছে। অতিসম্প্রতি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করা হয়। পরে আটককৃতদের ও পার্ক কর্তৃপক্ষকে জেল জরিমানা প্রদান করতে হয়।

এ ঘটনার পর থেকে তৌহিদি জনতার ব্যানারে পার্কের অসামাজিক কার্যকলাপ ও দরবার শরীফ বন্ধের দাবি জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। গত ২১ আগস্ট বৃহস্পতিবার বিরল মডেল মসজিদে তৌহিদী জনতার ব্যানারে একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বৃহস্পতিবার জীবনমহলের সামনে মানববন্ধনের ঘোষণা দেয়। এর মধ্যে জীবনমহল কর্তৃপক্ষ তৌহিদি জনতার মানববন্ধনের প্রতিবাদে একই সময়ে জীবনমহলের সামনে তারা প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেয়।

বৃহস্পতিবার দুপুর ২টায় জীবনমহলের সামনে জীবন মহলের কর্মচারী ও আশেপাশের এলাকাবাসী পার্কের পক্ষে মানববন্ধন কর্মসূচিতে মিলিত হয়। এদিকে বিকেল ৩টায় তৌহিদী জনতা দিনাজপুর শহর থেকে একটি মিছিল ও বোচাগঞ্জ থেকে আরেকটি নিয়ে জীবনমহলের সামনে এসে বিক্ষোভ করে। এ সময় পার্কের লোকজন তৌহিদি জনতার ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের বাধে। এই সংঘর্ষে পাঁচজন সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়। এসময় পাঁচজন সাংবাদিকের মোটরসাইকেলসহ ১০টি যানবাহন ভাঙচুর করা হয়।

ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ সুপার মারফত হোসাইন গণমাধ্যমকে জানিয়েছে, আমরা জানতে পেরেছি তৌহিদী জনতার মিছিলের ওপর জীবনমহল পার্কের লোকজন ইট পাটকেল নিক্ষেপ করেছে। এতে উভয়পক্ষের মধ্যে ঘটনা ঘটে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পুলিশ সুপার বলেন, কেউ মামলা করলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিব।


তথ্যসূত্র:
১. অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ২০ তৌহিদী জনতাকে মারধর
– https://tinyurl.com/3ek8f52c

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপোল্যান্ডে মহড়ার সময় যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটের মৃত্যু
পরবর্তী নিবন্ধতারেক রহমানের ফাঁসি চাওয়া নিষিদ্ধ সন্ত্রাসী ছাত্রলীগ নেতা এখন ছাত্রদলের আইন ফোরামের আহ্বায়ক