তারেক রহমানের ফাঁসি চাওয়া নিষিদ্ধ সন্ত্রাসী ছাত্রলীগ নেতা এখন ছাত্রদলের আইন ফোরামের আহ্বায়ক

0
36

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি এক রাজনৈতিক ঘটনায় বিতর্কের ঝড় উঠেছে। তারেক রহমানের ফাঁসি চেয়ে মানববন্ধন করা নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের এক সাবেক নেতাকে এখন বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক করা হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

৫ই আগস্টের আগে মো. ইমরান মিয়া নামে এই নেতা নিষিদ্ধ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিল। বিএনপি নেতা তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন সময় কর্মসূচিতে তাকে সক্রিয়ভাবে দেখা গেছে। কিন্তু এখন তাকেই বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে, যা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মো. গিয়াস উদ্দিন নামের একজন গণমাধ্যমকে জানায়, “যে ছেলেটা একদিন ছাত্রলীগের কর্মী হয়ে তারেক রহমানের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে, আজ সেই ছেলেটাই জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের আহ্বায়ক। রাজনীতিতে এর চেয়ে বড় পরিহাস আর কী হতে পারে? এই কমিটি হলো সুযোগসন্ধানী রাজনীতির উৎকৃষ্ট উদাহরণ এবং দলীয় নেতৃত্বের দুর্বলতার বহিঃপ্রকাশ।”


তথ্যসূত্র:
১. তারেক রহমানের ফাঁসি চাওয়া ছাত্রলীগ নেতা ছাত্রদলের আইন ফোরামের আহ্বায়ক
– https://tinyurl.com/k7tr3jvw

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপার্কে অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় তৌহিদী জনতার উপর হামলা; সাংবাদিকসহ আহত ২০
পরবর্তী নিবন্ধকারাগার থেকে ফেসবুক পোস্টে নির্বাচনের জন্য দোয়া চাইল শ্রমিকলীগ নেতা