
আফগানিস্তানে নানগারহার ও খোস্ত প্রদেশে পাকিস্তান সেনাবাহিনীর ড্রোন হামলার ঘটনার প্রতিক্রিয়ায় কাবুলে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূতকে তলব করেছে ইমারতে ইসলামিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এই হামলার জবাবে প্রাথমিকভাবে পাকিস্তান প্রশাসনকে আনুষ্ঠানিক প্রতিবাদপত্র পাঠিয়েছে ইমারতে ইসলামিয়া।
আফগান আকাশসীমা লঙ্ঘন ও ডুরান্ড লাইনের নিকটে বেসামরিক নাগরিকদের উপর পাকিস্তানি সামরিক বাহিনীর এমন হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইমারতে ইসলামিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। উক্ত হামলায় ৩ জন শহীদ ও আরও ৭ জন আহত হয়েছেন।
এই হামলাকে আফগানিস্তানের সার্বভৌমত্বের বিরুদ্ধে সরাসরি অবমাননা এবং একটি উস্কানিমূলক ঘটনা হিসেবে বিবেচনা করছে ইমারতে ইসলামিয়া।
প্রতিবাদ বার্তায় পাকিস্তান কর্তৃপক্ষকে সতর্ক করে বলা হয়, সীমান্ত রক্ষা করতে কোনও ধরনের আপোষ করবে না ইমারতে ইসলামিয়া সরকার। এই ধরনের বেপরোয়া কর্মকাণ্ডের বিরুদ্ধে তালিবান সরকার অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবে।
উল্লেখ্য যে, এর আগেও নানা অজুহাতে আফগান ভূখণ্ডকে লক্ষ্যবস্তু করেছিল পাকিস্তান সরকার, তবে এই ধরনের হামলার বিরুদ্ধে শক্তিশালী প্রতিক্রিয়া জানিয়ে এসেছে তালিবান প্রশাসন।
তথ্যসূত্র:
1. Kabul summons Pakistani ambassador
– https://tinyurl.com/yupp4z3m


