
বুরকিনা ফাসোর দেদুগু রাজ্যে ‘জেএনআইএম’ মুজাহিদিনরা দেশটির জান্তা বাহিনীর একটি সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছেন। এতে ৬ সৈন্য নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
আয-যাল্লাকা মিডিয়া কর্তৃক ২৯ আগস্ট শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে ‘জেএনআইএম’ নিশ্চিত করেছে যে, মুজাহিদিনরা গত ২৬ আগস্ট মঙ্গলবার, বুরকিনা ফাসোর দেদুগু রাজ্যের আল-রাই এলাকায় একটি শত্রু সামরিক চৌকিতে সফল হামলা চালিয়েছেন। ফলে জান্তা বাহিনী ও মুজাহিদদের মধ্যে তীব্র লড়াই শুরু হয়। তীব্র এই লড়াইয়ের এক পর্যায়ে জান্তা বাহিনী পিছু হটতে বাধ্য হয়, ততক্ষণে মুজাহিদদের আক্রমণে ৬ জান্তা সদস্য নিহত হয়।
রিপোর্ট অনুযায়ী, এই অভিযান শেষে মুজাহিদিনরা জান্তা বাহিনীর অবস্থান থেকে ৫টি সামরিক যান, ৩টি দুশকা রাইফেল, ৫টি বেকা, ২টি আরপিজি, ৯টি ক্লাশিনকোভ, ৩টি মোটরসাইকেল এবং প্রচুর পরিমাণে বিভিন্ন ধরণের অস্ত্র ও গোলাবারুদ গনিমত হিসাবে অর্জন করেন।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/45vr7twz


