
গাজায় গণহত্যা চালাতে দখলদার ইসরায়েলি সেনাবাহিনীকে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে মাইক্রোসফট। গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদ জানিয়েছেন কোম্পানিটির অনেক কর্মী। কিন্তু তাদের মধ্যে চারজনকে বরখাস্ত করেছে মাইক্রোসফট। ২৯ আগস্ট, শুক্রবার সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
বিক্ষোভকারী সংগঠন নো আজুর ফর অ্যাপারথাইড ২৭ আগস্ট, বুধবার এক বিবৃতিতে জানায়, অ্যানা হ্যাটল ও রিকি ফ্যামেলিকে ভয়েসমেইলের মাধ্যমে চাকরিচ্যুতির খবর জানানো হয়। পরদিন বৃহস্পতিবার তারা আরও জানায়, একই কারণে নিসরিন জারাদাত ও জুলিয়াস শানকেও চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
সম্প্রতি মাইক্রোসফট সদর দপ্তরে তাঁবু ফেলে বিক্ষোভ করেছিলেন এই কর্মীরা। তারা বলেন, গাজায় চলমান বর্বর ইসরায়েলি হামলায় সহায়তা করছে মাইক্রোসফট।
নো আজুর ফর অ্যাপারথাইড সংগঠন জানায়, মাইক্রোসফটকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে এবং ফিলিস্তিনিদের ক্ষতিপূরণ দিতে হবে। অ্যানা হ্যাটল এক বিবৃতিতে বলেন, “আমরা এই পর্যায়ে এসেছি কারণ মাইক্রোসফট ‘ইসরায়েল’কে গণহত্যার হাতিয়ার দিচ্ছে, আর নিজ কর্মীদের বিভ্রান্ত করছে।”
২৬ আগস্ট, মঙ্গলবার মাইক্রোসফটের প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথের কার্যালয় দখল করে সাতজন বিক্ষোভকারী গ্রেপ্তার হন। তাদের মধ্যে হ্যাটল ও ফ্যামেলি মাইক্রোসফটের কর্মী ছিলেন, বাকিরা সাবেক কর্মী ও বাইরের লোকজন।
সম্প্রতি দ্য গার্ডিয়ান, প্লাস৯৭২ ম্যাগাজিন ও হিব্রু ভাষার গণমাধ্যম লোকাল কল-এর যৌথ অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, দখলদার ইসরায়েলের একটি সামরিক গোয়েন্দা সংস্থা মাইক্রোসফটের ক্লাউড সেবা আজুর-এ ফিলিস্তিনিদের বিপুল টেলিফোন কলের রেকর্ড সংরক্ষণ করছে। এর মাধ্যমে পশ্চিম তীর ও গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের ব্যাপক নজরদারি চালানো হচ্ছে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় বর্বর হামলা চালিয়ে আসছে সন্ত্রাসী ইসরায়েল। এতে প্রযুক্তিগত সহায়তা দিয়েছে মাইক্রোসফট। যা কোম্পানিটির কর্মীরাই ফাঁস করেছেন। তবে যেসব কর্মীই মাইক্রোসফটের বিরুদ্ধে গেছেন তাদের সরাসরি বরখাস্ত করা হয়েছে। এর আগে এপ্রিল মাসে মাইক্রোসফটের এআই সিইও মুস্তাফা সুলেইমানের বক্তব্যে এক কর্মী প্রতিবাদ জানালে তাকেও চাকরিচ্যুত করা হয়। ওই ঘটনায় আরও একজন কর্মী বরখাস্ত হন।
তথ্যসূত্র:
1. Microsoft fires four workers over protests against firm’s ties to Israel
– https://tinyurl.com/c6zr93ce
2. Microsoft fires four workers for on-site protests over company’s ties to Israel
– https://tinyurl.com/5e3x3w39


