
সম্প্রতি ইরান থেকে আমদানি হওয়া নির্মাণ সামগ্রী ও পাকিস্তান থেকে আমদানিকৃত ভুট্টা স্ব স্ব দেশে ফেরত পাঠিয়েছে ইমারতে ইসলামিয়া কর্তৃপক্ষ। নিম্নমানের পণ্য প্রমাণিত হওয়ায় এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
ইমারতে ইসলামিয়ার জাতীয় মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানায়, ইরান হতে আসা ২৭ টন নিম্নমানের নির্মাণ সামগ্রীর একটি চালান ফেরত পাঠানো হয়েছে। আবু নাসর ফারাহি বন্দর থেকে এই চালনটি ইরানে ফেরত পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ জোর দিয়ে জানায়, তারা দেশের বাজারে কোনও নিম্নমানের পণ্য প্রবেশ করতে দেবে না।
এছাড়া সম্প্রতি পাকিস্তান থেকে আমদানি হওয়া ১০৫ টন নিম্নমানের ভুট্টা ফেরত পাঠানো হয়েছে। তুরখাম সীমান্ত দিয়ে এগুলো পাকিস্তানে পাঠানো হয়েছে। নানগারহার প্রদেশের কৃষি বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।
মানসম্পন্ন পণ্য আমদানি নিশ্চিত করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। তারা সতর্ক করে বলেছেন, এই সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করলে তাদেরকে আইন অনুযায়ী শাস্তি ভোগ করতে হবে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/yc47h65u
2. https://tinyurl.com/2addhksz


