
নিজেদের নিরাপত্তা বাহিনীর দুর্বলতা ঢাকতেই ইমারতে ইসলামিয়াকে বারবার দোষারোপ করে যাচ্ছে পাকিস্তান। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির সাথে এক সাক্ষাতকারে এই মন্তব্য করেছেন তালিবান প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা মুহাম্মদ ইয়াকুব মুজাহিদ হাফিযাহুল্লাহ।
তিনি আরও বলেন, পাকিস্তানে বিদ্রোহীদের বিভিন্ন হামলাগুলো ডুরাণ্ড লাইন থেকে আরও কয়েকশ কিলোমিটার ভিতরে ঘটে থাকে। আর এই স্থানগুলোর সাথে আফগানিস্তানের সরাসরি কোনও সংযোগ নেই।
পাকিস্তানের দাবি, টিটিপি বা অন্যান্য পাক বিদ্রোহী গোষ্ঠীর সদস্যগণ আফগানিস্তান থেকে সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে প্রবেশ করছে। আর পাক ভূখণ্ডের ভেতরে এসে তাদের হামলা পরিচালনা করছে।
ইয়াকুব মুজাহিদ হাফিযাহুল্লাহ জোর দিয়ে বলেন, পাকিস্তানের এই ভুয়া দাবি যদি সত্য হয়ে থাকে, তবে পাকিস্তানে কেন তাদেরকে আটকানো হচ্ছে না? মূলত এটি পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা। নিজেদের নিরাপত্তা সমস্যা সমাধান না করে অন্যায়ভাবে আফগানিস্তানকে দোষারোপ করে চলেছে পাকিস্তান প্রশাসন।
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান উত্তেজনাপূর্ণ সম্পর্কের বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেন, এই ধরনের সম্পর্ক কোনও দেশের স্বার্থের পক্ষেই উপকারী নয়।
তিনি উল্লেখ করেন, আমরা সর্বদাই প্রতিটি বিষয়ে পাকিস্তানের সাথে সহযোগিতা বজায় রাখার চেষ্টা করি। প্রতিবেশি দেশ হিসেবে সম্মান করি। যদিও দুর্ভাগ্যজনকভাবে আমাদের সম্পর্ক যেমন স্বাভাবিক হওয়া দরকার ছিল তেমনটা হয় নি।
এমতাবস্থায় কার্যকর সমাধান পেতে পারস্পরিক দোষারোপ ও প্রচারণা থেকে বিরত থাকতে হবে বলে তিনি আহ্বান জানান। এই লক্ষ্যে সংলাপ ও আন্তরিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন মুজাহিদ হাফিযাহুল্লাহ। এই পরিস্থিতির মধ্যেও উভয় পক্ষের মধ্যে ইতিবাচক সম্পর্ক গড়ে উঠবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
তথ্যসূত্র:
1. Yaqoob Mujahid: Pakistan blames Afghanistan to mask its own security failures
– https://www.ariananews.af/yaqoob-mujahid-pakistan-blames-afghanistan-to-mask-its-own-security-failures/


