
পশ্চিম তীরে ইসরায়েলি দখলদার বাহিনীর অত্যাচার থামছেই না। ৩০ আগস্ট, শনিবার বেথলেহেম, জেনিন, নাবলুস এবং আল-খালিলসহ বিভিন্ন শহরের আগ্রাসন চালিয়ে আরও ছয় ফিলিস্তিনিকে আটক করেছে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইসরায়েলি দখলদার বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে নতুন করে ছয় ফিলিস্তিনি নাগরিককে অপহরণ করেছে। বাহিনী পূর্ব বেথলেহেমের আল-উবেইদিয়া শহর থেকে পাঁচ জন নাগরিককে অপহরণ করেছে। বেথলেহেমের দক্ষিণপূর্বে অবস্থিত তেকোয়া শহরে আরও একজন নাগরিককে অপহরণ করা হয়েছে ।
এছাড়া, জেনিনের কাবাতিয়া শহরে ইসরায়েলি বাহিনী একাধিক বাড়িতে তল্লাশি চালিয়েছে এবং আদ-ধাহিরিয়া শহরে এক যুবককে তার বাড়ি থেকে তুলে নিয়ে গেছে।
এই অভিযানগুলি ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক সময়ের ক্রমাগত আগ্রাসনের অংশ। গত কয়েক মাস ধরে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান তীব্রতর হয়েছে, যার ফলে শতাধিক ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছে। এর আগে ২৬ আগস্ট রামাল্লাহ শহরে একটি অভিযানে ৫৮ জন ফিলিস্তিনি আহত হয়, যাদের মধ্যে একটি শিশুও ছিল। একইভাবে, ২৭ আগস্ট নাবলুসে ইসরায়েলি বাহিনীর অভিযানে ৮০ জন আহত হয়
ইহুদিবাদী দখলদার বাহিনীর এই অভিযান কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের সুপরিকল্পিত দমন-পীড়ন নীতিরই ধারাবাহিক অংশ।
তথ্যসূত্র:
1. IOF storms W. Bank areas, kidnaps citizens
– https://tinyurl.com/mvzsn84y


