প্রভাব খাটিয়ে স্বজাতি হিন্দুদের কাছ থেকেও কোটি টাকা লুট করে শ্যামল দত্ত

0
33

ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত স্বজাতির মধ্যেও লুটপাট চালিয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন উপাসনালয় ও দানের সম্পদ দেখভাল-কারী ঐতিহ্যবাহী সীতাকুণ্ড শ্রাইন কমিটি কবজায় নিয়ে আত্মসাৎ করে কোটি কোটি টাকা। এ কাজে তাকে সহায়তা করেছিল আরও দুই সাংবাদিক। তাদের অপকর্মে চরম ক্ষুব্ধ হিন্দু সম্প্রদায়ের স্থানীয় মানুষেরা।

বিভিন্ন নথি বিশ্লেষণ করে জানা গেছে, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় হিন্দুদের স্মৃতিবিজড়িত স্থান, সম্পত্তি, ধাম ও মন্দির আছে। এসব স্থাপনা ও সম্পদ দেখভাল করার জন্য ১৯১১ সালে ভারতের সুপ্রিম কোর্টের অর্ডিন্যান্স অনুসারে গঠন করা হয় সীতাকুণ্ড শ্রাইন কমিটি। ওই সময় একটি গঠনতন্ত্র বা স্কিমও গঠন করে দেওয়া হয়। স্বাধীনতার পর থেকে এটি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী পরিচালিত হচ্ছিল। পরবর্তী সময়ে স্থানীয় হিন্দু নেতাদের দিয়ে একটি কমিটি করে তা জেলা প্রশাসক ও জজের তত্ত্বাবধানে রাখা হয়। এ কমিটি মূলত সীতাকুণ্ড, ফটিকছড়ি ও কক্সবাজারের মহেশখালীতে থাকা শত শত একর জমি ও মঠ-মন্দির, আশ্রম রক্ষণাবেক্ষণ করে।

২০২৩ সালের শুরুর দিকে সীতাকুণ্ড শ্রাইনের শত শত কোটি টাকার সম্পত্তির ওপর কুনজর পড়েছিল হিন্দুদের বিতর্কিত উগ্রবাদী সংগঠন ইসকনের সঙ্গে জড়িত স্থানীয় দুই সাংবাদিক সৌমিত্র চক্রবর্তী ও কৃষ্ণ চন্দ্র দাশ এবং অ্যাডভোকেট চন্দন দাশের। তারা হিন্দুদের সম্পত্তি অবাধে ভোগ করতে ছক আঁকে শ্রাইন কমিটি দখলের। পরিকল্পনা অনুযায়ী এ কাজে সিদ্ধহস্ত শ্যামল দত্তের শরণাপন্ন হয় সৌমিত্র চক্রবর্তী ও কৃষ্ণ দাশ। তাদের কৌশলের কথা শুনে আগ্রহ দেখায় শেখ হাসিনার ফ্যাসিবাদ কায়েমের অন্যতম সহযোগী ভোরের কাগজ সম্পাদক।

শ্রাইন কমিটি কবজা করতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যায় শ্যামল দত্ত। সরকারপ্রধানকে দিয়ে ফোন করায় সীতাকুণ্ডের প্রশাসন ও জনপ্রতিনিধিদের। যেমন পরিকল্পনা তেমন কাজ, শুরু হয় কমিটি দখলের মূল তৎপরতা। শেখ হাসিনার নির্দেশে ওই সময় শ্যামল দত্তকে সহায়তা করে ডামি নির্বাচনের সাবেক সংসদ সদস্য এসএম আল মামুন, জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঁইয়া এবং ডিসি আবুল বাশার মুহাম্মদ ফখরুজ্জামান। তারা বিতর্কিত ও অগ্রহণযোগ্য ব্যক্তি এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের দিয়ে কমিটি ঢেলে সাজায়।

শ্রাইনের বিতর্কিত কমিটি গঠন

গত বছরের ১৪ জানুয়ারি শ্যামল দত্ত সভাপতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি চন্দন দাশকে সাধারণ সম্পাদক করে সীতাকুণ্ড শ্রাইন কমিটি গঠন করা হয়। এতে সিনিয়র অপূর্ব ভট্টাচার্য ও তাপস রক্ষিতকে সহসভাপতি, প্রণব কুমার দে ও সৌমিত্র চক্রবর্তীকে সহসম্পাদক এবং কৃষ্ণ দাশকে করা হয় সদস্য। এ কমিটি গঠনে প্রধান নির্বাচন কমিশনার ছিল চট্টগ্রাম প্রথম আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ খায়রুল আমিন। এছাড়া দুই সিনিয়র সহকারী জজ (সিনিয়র সহকারী জজ চট্টগ্রাম ও সিনিয়র সহকারী জজ কক্সবাজার) (শ্রাইনের সদস্য) এতে নির্বাচন কমিশনার ছিল।

গণমাধ্যমের বরাতে জানা যায়, সাধারণ সম্পাদক চন্দন দাশ অ্যাডভোকেট আলিফ হত্যার ঘটনায় আদালত এলাকায় ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার ৭৮ নম্বর আসামি। যুগ্ম-সম্পাদক প্রণব কুমার দে মহেশখালীর সাবেক প্যানেল মেয়র এবং বহু মামলার পলাতক আসামি, আওয়ামী লীগ নেতা ও রাউজানের সাবেক প্যানেল মেয়র অ্যাডভোকেট সমির দাশও পলাতক আছে। শুধু তাই নয়, আলিফ হত্যার আসামি ইসকনের চিন্ময় কৃষ্ণ দাশের প্রধান আইনজীবী অপূর্ব ভট্টাচার্য, মিরসরাই উপজেলায় আওয়ামী লীগ থেকে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করা উত্তম শর্মাও পলাতক। সে জালিয়াতি করে বাংলাদেশ সেবাশ্রম নামে একটি সংগঠনের ভুয়া প্যাড দিয়ে শ্রাইন কমিটিতে ঢোকে। আদতে ওই নামে কোনো ব্যক্তি বাংলাদেশ সেবাশ্রম, তথা ভারত সেবাশ্রমে নেই।

অ্যাডভোকেট সুখময় গণমাধ্যমকে বলেছে, শেখ হাসিনার প্রভাব দেখিয়ে শ্রাইন কমিটি দখল করে শ্যামল দত্ত। শ্রাইনের নামে কৃষি ব্যাংক ও সোনালী ব্যাংকে জমানো তিন কোটি টাকার বেশি তুলে আত্মসাৎ করেছে এই কমিটি। সীতাকুণ্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জন্য অধিগ্রহণ করা জায়গার জন্য আরো এক কোটি ৯৫ লাখ টাকা দিয়েছিল সরকার। সে অর্থও হজম করেছে কমিটি। সীতাকুণ্ডের আস্তানবাড়ী এলাকায় শ্রাইনের ১৮ লাখ টাকার গাছ বিক্রি করলেও সে অর্থের কোনো হিসাব নেই। সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে প্রতিবছর শিব চতুর্দশী মেলায় দেশ-বিদেশের লাখ লাখ ভক্ত-পুণ্যার্থীর সমাগম হয়। সেখানে অবস্থিত লোকনাথ মন্দির, সম্ভুনাথ মন্দির, ভোলাগিরি মন্দিরসহ শতাধিক মন্দির আছে। এসব ধর্মীয় উপাসনালয়ে প্রচুর অর্থদান করে ভক্তরা। গত বছরের মেলা থেকে প্রায় ২০ লাখ টাকা আয় হয়েছিল এবং দান বাবদ আরও ৫০ লক্ষাধিক টাকা উঠেছিল, যার কোনো হিসাব নেই।


তথ্যসূত্র:
১. শ্যামল দত্তের দখল-লুটের শিকার হিন্দুরাও
– https://tinyurl.com/y668jwvr

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআদানির লুটপাট বহাল রাখতে পরীক্ষামূলক-ভাবে চালুর ৮ মাস অতিবাহিত হলেও বন্ধ পটুয়াখালী বিদ্যুৎকেন্দ্র
পরবর্তী নিবন্ধ‘ভারতীয় আধিপত্যবাদের চিহ্নিত এজেন্ট’ জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবী হেফাজতে ইসলামের