
দখলীকৃত কাশ্মীরের গানডারবলে এক ভারতীয় সেনার সদস্য দুর্ঘটনাজনিত কারণে নিজের গুলিতে নিজেই নিহত হয়েছে। ৩১ আগস্ট একটি সেনা ক্যাম্পে এ ঘটনাটি ঘটেছে। নিহত সেনার নাম ছোটু কুমার। সে ২৪তম রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের কনস্টেবল এবং বিশেষ কুইক অ্যাকশন টিমের সদস্য ছিল।
কাশ্মীর মিডিয়া সার্ভিস সূত্রে জানা গেছে, সামরিক ট্রাকে করে কনস্টেবল কুমার শ্রীনগর থেকে বান্দিপোড়া যাচ্ছিল। ট্রাকটি গানডারবলের মান্সবল ক্যাম্পে পৌঁছার পর গাড়ি থেকে লাফিয়ে পড়ার সময় তার সার্ভিস রাইফেল (একে-৪৭) থেকে গুলি বেরিয়ে যায়। গুলিটি তার থুতনির নীচে বিদ্ধ হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কাশ্মীরে মোতায়েনকৃত ভারতীয় বাহিনীর মধ্যে দুর্ঘটনাজনিত গুলির ঘটনা নতুন নয়। প্রায়ই শোনা যায়, মাদকাসক্তি ও মানসিক চাপের কারণে সেনাদের আচরণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিশেষজ্ঞদের মতে, এসব কারণে অনেক সময় আত্মহত্যা, সহকর্মীর ওপর হামলা এবং অসতর্কভাবে গুলি চালানোর মতো ঘটনা ঘটছে।
তথ্যসূত্র:
1. Indian soldier killed in Ganderbal incident
– https://tinyurl.com/2xeryaz2


