
কাশ্মীরে দমননীতি আরও কঠোর করেছে দখলদার ভারতীয় কর্তৃপক্ষ। অপরাধী আখ্যা দিয়ে আরও এক কাশ্মীরি মুসলিমের সম্পত্তি বাজেয়াপ্ত করল দখলদার ভারত।
৩১ আগস্ট কাশ্মীর মিডিয়া সার্ভিস এক প্রতিবেদনে এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, পুঞ্চ জেলার মান্ডি তহসিলের চাপরিয়ান গ্রামের বাসিন্দা মুহাম্মদ আজমের সাত মারলা জমি বাজেয়াপ্ত করেছে ভারতীয় পুলিশ। তাকে ঘোষিত অপরাধী আখ্যা দিয়ে ফৌজদারি আইনের আওতায় এ পদক্ষেপ নেওয়া হয়।
এর আগে, পুলওয়ামা জেলার রত্নিপোরা এলাকায় গুলজার আহমদ দার নামে আরও এক ব্যক্তির একটি দ্বি-তলা বাড়ি সিল করে দেয় পুলিশ। বেআইনি কার্যকলাপ প্রতিরো আইন বা ইউএপিএ-এর অধীনে এ সম্পত্তি সিলগালা করা হয়।
ভারতীয় কর্মকর্তারা ঘোষণা দিয়েছে যে, সংশ্লিষ্ট সম্পত্তি আর বিক্রি, ভাড়া বা হস্তান্তর করা যাবে না এবং কোনো নিয়ম ভাঙলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তথ্যসূত্র:
1. More properties of Kashmiris seized in Poonch, Pulwama under draconian laws
– https://tinyurl.com/3dpaxnne


