অধিকৃত পশ্চিম তীরে নতুন বসতি স্থাপন করেছে দখলদার ইসরায়েল

0
24

অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো একটি নতুন ইহুদি বসতি স্থাপন করেছে দখলদার ইসরায়েল। ‘আভিয়াদ’ নামক এই নতুন পাড়া হেব্রনের দক্ষিণে বেনি নাইম জংশনের কাছে গড়ে তোলা হয়েছে, যেখানে ইতোমধ্যেই ১০টি দখলদার ইসরায়েলি পরিবার বসতি স্থাপন করেছে। ৩১ আগস্ট, রবিবার তুরস্কভিত্তিক গণমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ইসরায়েল হায়োম সংবাদপত্র জানিয়েছে, আভিয়াদ বসতিটি এমন একটি কৌশলগত এলাকায় নির্মিত হয়েছে, যা হেব্রনকে দক্ষিণের অবৈধ বসতিগুলোর সঙ্গে সংযুক্ত করে। পাশাপাশি, এটি নেগেভ মরুভূমি পর্যন্ত ফিলিস্তিনি ভূখণ্ডের মধ্যে সম্ভাব্য সংযুক্তি বিচ্ছিন্ন করতে ভূমিকা রাখবে।

কিরিয়াত আরবা কাউন্সিলের মতে, এই বসতির লক্ষ্য হলো হেব্রন থেকে নেগেভ পর্যন্ত ফিলিস্তিনি ভূমির ভৌগোলিক সংযোগ বিচ্ছিন্ন করা এবং আশপাশের বসতিগুলোর সংযোগ জোরদার করা।

আন্তর্জাতিক আইন অনুযায়ী, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সমস্ত বসতি অবৈধ হিসেবে বিবেচিত, যা চতুর্থ জেনেভা কনভেনশনেরও লঙ্ঘন – যেখানে দখলদার শক্তিকে তার নিজস্ব নাগরিকদের দখলকৃত অঞ্চলে স্থানান্তর করতে নিষেধ করা হয়েছে।

এই বসতি স্থাপনের ঘোষণা এমন এক সময়ে এসেছে যখন দখলদার ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা ফিলিস্তিনকে সম্ভাব্য আন্তর্জাতিক স্বীকৃতির প্রেক্ষিতে পশ্চিম তীরে দখল সম্প্রসারণসহ নানা পদক্ষেপ নিয়ে আলোচনার প্রস্তুতি নিচ্ছে।


তথ্যসূত্র:
1. New Israeli settlement established in occupied West Bank: Report
– https://tinyurl.com/uz7tbjax

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় ইসরায়েলি আগ্রাসনে একদিনে ৮০ ফিলিস্তিনি শহীদ
পরবর্তী নিবন্ধ৩১ আগস্ট, সর্বশেষ মার্কিন সেনা আফগানিস্তান ত্যাগের ঐতিহাসিক দিন উপলক্ষ্যে ইমারতে ইসলামিয়ার বার্তা