৩১ আগস্ট, সর্বশেষ মার্কিন সেনা আফগানিস্তান ত্যাগের ঐতিহাসিক দিন উপলক্ষ্যে ইমারতে ইসলামিয়ার বার্তা

0
86

২০২১ সালের ৩১ আগস্ট, সর্বশেষ মার্কিন সেনা আফগান ভূমি থেকে প্রত্যাহার করা হয়েছিল। গত ৩১ আগস্ট এই দিনের গৌরবের স্মৃতি তুলে ধরে বিবৃতি প্রদান করেছেন ইমারতে ইসলামিয়ার উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত হাফিযাহুল্লাহ।

বিবৃতিতে দিনটিকে আফগান জাতির জন্য একটি গৌরব ও ঐতিহাসিক মাইলফলক হিসেবে তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন, ৩১ আগস্ট আফগান মুসলমানদের বিজয়ের প্রতীক, আফগান জনগণের দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের বাস্তব ফলাফল অর্জনের দিন।

দিনটি ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি শক্তিশালী বার্তা পৌঁছায় যে, যখনই নির্দিষ্ট ভূখণ্ডে মুসলমানরা ঐক্যবদ্ধ হবে, কোনও বিদেশি দখলদার অনির্দিষ্টকালের জন্য সেখানে টিকতে পারবে না। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীর পলায়ন, আফগান মুসলমানদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় সংকল্পের প্রমাণ।

আফগান মুসলমানগণ আরও একবার প্রমাণ করেছেন, এই ভূমি অপরাজেয়, এটি রক্ষার জন্য মুসলমানগণ তাদের জানমাল কোরবান করতে প্রস্তুত।

উল্লেখ্য যে, ২০২১ সালের এই দিনে সর্বশেষ মার্কিন বাহিনী আফগানিস্তান ত্যাগের মাধ্যমে দীর্ঘ ২০ বছরের যুদ্ধের সমাপ্তি ঘটে।


তথ্যসূত্র:
1. 31 August: Anniversary of the Final Withdrawal of Foreign Forces from Afghanistan
– https://tinyurl.com/yrhjdnat

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঅধিকৃত পশ্চিম তীরে নতুন বসতি স্থাপন করেছে দখলদার ইসরায়েল
পরবর্তী নিবন্ধরাজধানী মোগাদিশু এবং জুবা অঞ্চলে শাবাবের অভিযান: হতাহত ১৬ শত্রু সেনা