আফগানিস্তানে সিমেন্ট কারখানার উদ্বোধন, আমদানি নির্ভরতা কমাতে পদক্ষেপ ইমারতে ইসলামিয়ার

0
39

আফগানিস্তানের বাগলান প্রদেশে ঘুরি সিমেন্টের তৃতীয় কারখানার নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন দেশটির উপপ্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদার আখুন্দ হাফিযাহুল্লাহ।

গত ৩১ আগস্ট বাগলান প্রদেশে এই প্রকল্পের উদ্বোধন করা হয়। এর মোট ব্যয় ধরা হয়েছে ৮৬.৮ মিলিয়ন ডলার। জাতীয় উন্নয়ন কোম্পানির তত্ত্বাবধানে আগামী ১৮ মাসের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নির্মাণ কাজ শেষ হলে কারখানাটি প্রতিদিন ৫,০০০ টন সিমেন্ট করতে সক্ষম হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখাকালে মোল্লা আবদুল গনি বারাদার বলেন, ‘শিল্পায়ন প্রতিটি দেশের অন্যতম মৌলিক লক্ষ্য। যে দেশগুলোর নিজস্ব উৎপাদনমুখী কারখানা থাকে, তারা কেবল অভ্যন্তরীণ চাহিদা মেটায় না, বরং উদ্ধৃত উৎপাদন রপ্তানি করেও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করে।’

তিনি আরও বলেন, ‘ঘুরি সিমেন্টের তৃতীয় কারখানা চালু হলে দেশের সিমেন্টের চাহিদার একটি বড় অংশ পূরণ সম্ভব হবে। এতে শিল্প খাত প্রসারিত হবে, দেশের বাইরে বৈদেশিক মুদ্রার বহির্গমন কমবে, নির্মাণ কাজ সহজ ও দ্রুততর হবে, সিমেন্টের দাম স্থিতিশীল থাকবে এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিও হবে। এটি শিল্পায়িত আফগানিস্তানের দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

তিনি আরও উল্লেখ করেন, ‘আফগানিস্তান এখনও অনেকটাই বিদেশি আমদানির ওপর নির্ভরশীল এবং জাতীয় বাজেটের বড় অংশ এ খাতে ব্যয় হয়। তবে বিদেশি পণ্য ব্যয়বহুল এবং নির্ভরযোগ্য নয়। দেশের ভেতরে উৎপাদনশীল কারখানা গড়ে উঠলে ধীরে ধীরে আমদানির ওপর নির্ভরতা কমবে এবং একটি স্বাবলম্বী আফগানিস্তানের ভিত্তি তৈরি হবে।’

তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘কারখানার কাজকে স্বীকৃত মানদণ্ড অনুযায়ী সততা ও গুণগত মান বজায় রেখে এগিয়ে নিতে হবে। কোনো ধরনের অবহেলা বা প্রযুক্তিগত ত্রুটি গ্রহণযোগ্য হবে না।’

ইমারতে ইসলামিয়ার রাষ্ট্রীয় কোম্পানিসমূহের মহাপরিচালক মাওলানা আহমদ জান বিলাল হাফিযাহুল্লাহ বলেন, ‘এ কারখানা জাতীয় উৎপাদনশক্তি বৃদ্ধি করবে, তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে।’

বাগলান প্রদেশের গভর্নরও এই উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘ইমারতে ইসলামিয়া দেশের প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারে প্রতিশ্রুতিবদ্ধ। সরকার জনগণকে সম্পূর্ণ অর্থনৈতিক সমর্থন প্রদান করছে এবং এ খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।’


তথ্যসূত্র:
1. Construction of Third Ghori Cement Factory in Baghlan Begins at a Cost of $86 Million
– https://tinyurl.com/4pram9r4

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরাজধানী মোগাদিশু এবং জুবা অঞ্চলে শাবাবের অভিযান: হতাহত ১৬ শত্রু সেনা
পরবর্তী নিবন্ধসামাজিক অপসংস্কৃতি নির্মূলের দায়িত্ব প্রত্যেক নাগরিকের উপরই বর্তায়: তালিবান গোয়েন্দা উপপ্রধান