গাজায় আবারো ‘নিজেদের গুলিতে’ নিহত এক দখলদার ইসরায়েলি সেনা

0
63

গাজায় চলমান যুদ্ধের মধ্যেই এবার নিজেদের গুলিতে প্রাণ হারাল এক দখলদার ইসরায়েলি সেনা। গাজায় আগ্রাসন চালাতে গিয়ে ভুলবশত নিজেদের ছোড়া গুলিতে (ফ্রেন্ডলি ফায়ার) এ পর্যন্ত কমপক্ষে ৩২ জন ইসরায়েলি দখলদার সেনা নিহত হয়েছে। সর্বশেষ এই ঘটনাটি আবারো দখলদার বাহিনীর অভ্যন্তরীণ নিরাপত্তা ও সমন্বয়ের বিষয়ে প্রশ্ন তুলেছে।

টাইমস অব ইসরায়েলর প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ আগস্ট, শনিবার দক্ষিণ গাজায় এই ঘটনা ঘটে। দখলদার কর্তৃপক্ষের প্রাথমিক তথ্য অনুযায়ী, রিজার্ভ সেনা সদস্য অ্যারিয়েল লুবলিনার নিজের বাহিনীর গুলিতে নিহত হয়। চলমান আগ্রাসনে এই ঘটনা দখলদার সেনাদের জন্য এক দুঃখজনক অধ্যায় হিসেবে যুক্ত হয়েছে।

নিহত সেনা অ্যারিয়েল লুবলিনার ইসরায়েলি বাহিনীতে (আইডিএফ) সার্জেন্ট ফার্স্ট ক্লাস পদে কর্মরত ছিল। সে প্রায় ১০ বছর আগে ব্রাজিল ছেড়ে ইসরায়েলে চলে আসে। তাঁর মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গাজায় চলমান অভিযানে এখন পর্যন্ত অন্তত ৯০০ ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছে। আহতের সংখ্যা ইতোমধ্যেই কয়েক হাজার ছাড়িয়েছে। যদিও হতাহতের প্রকৃত সংখ্যা এর চেয়ে বহুগুণ বেশি কিন্তু নিজেদের ব্যর্থতা ঢাকতে ইহুদিবাদী দখলদার পক্ষ বরাবরের মত এ সংক্রান্ত তথ্য গোপন করে আসছে।

দখলদার ইসরায়েলি বাহিনী তাদের ক্ষয়ক্ষতির প্রকৃত সংখ্যা গোপন করলেও, বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে জানা গেছে যে গাজায় ইহুদিবাদী সৈন্যদের মৃত্যু ও আহতের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ইসরায়েলি গণমাধ্যমগুলোও স্বীকার করেছে যে, প্রতিরোধ যোদ্ধাদের ও ইসলামিক জিহাদের প্রতিরোধ কৌশল তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।


তথ্যসূত্র:
1. IDF reservist killed in suspected friendly fire incident in southern Gaza
– https://tinyurl.com/2vcde3df

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || ভারতে তিন মুসলিম যুবককে নির্মমভাবে পিটিয়েছে হিন্দুত্ববাদীরা
পরবর্তী নিবন্ধদখলদার ইহুদিবাদী বাহিনীর হামলায় পশ্চিম তীরে আহত ছয় ফিলিস্তিনি