দখলদার ইহুদিবাদী বাহিনীর হামলায় পশ্চিম তীরে আহত ছয় ফিলিস্তিনি

0
20

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদিবাদী দখলদার ইসরায়েলের অব্যাহত সন্ত্রাস ও বর্বরতার শিকার হচ্ছে নিরপরাধ ফিলিস্তিনিরা। ৩১ আগস্ট, রবিবার সন্ধ্যায় হেবরনের দক্ষিণে আল-ফওয়ার শরণার্থী শিবিরে দখলদার ইসরায়েলি সেনাদের গুলিবর্ষণে অন্তত চারজন ফিলিস্তিনি আহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। একই সময়ে অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিবাদী সন্ত্রাসীরা এক দম্পতির ওপর হামলা চালিয়ে আহত করে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্যালেস্টাইন টিভি জানায়, ইহুদিবাদী দখলদার ইসরায়েলি বাহিনী হঠাৎ করেই আল-ফওয়ার শরণার্থী শিবিরে ঢুকে নির্বিচারে গুলি চালায় এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এ ঘটনায় চারজন আহত হন। পরে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি নিশ্চিত করে যে আহতদের মধ্যে দুই শিশু রয়েছে, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, মাসাফের ইয়াত্তা অঞ্চলের খিল্লেত আল-দাবা গ্রামে দখলদার ইহুদিবাদী বসতি-দখলদাররা এক ফিলিস্তিনি দম্পতিকে হামলা করে গুরুতর আহত করে। বসতি-বিরোধী কর্মী অসামা মাখমারা তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলুকে বলেন, হামলার সময় দখলদার ইসরায়েলি সেনারা গ্রাম থেকে আরও তিন ফিলিস্তিনিকে আটক করেছে।

পশ্চিম তীরে ইহুদিবাদী দখলদার বাহিনীর নৃশংসতায় নিহত ও আহতের সংখ্যা দিন দিন বাড়ছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত পশ্চিম তীরে ১,০১৬ ফিলিস্তিনি নিহত এবং ৭,০০০ জনের বেশি আহত হয়েছেন। বিশেষভাবে নারী ও শিশুদের ওপর হামলার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে।


তথ্যসূত্র:
1. 6 Palestinians injured by Israeli army fire, illegal settlers in occupied West Bank
– https://tinyurl.com/2jxb7bmf

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় আবারো ‘নিজেদের গুলিতে’ নিহত এক দখলদার ইসরায়েলি সেনা
পরবর্তী নিবন্ধগোপনে আল-আকসা মসজিদের নিচে খনন করছে দুর্বৃত্ত ইসরায়েল!