
যুক্তরাষ্ট্রের কলোরাডো বিমানবন্দরে অবতরণের করার সময় ৩১ আগস্ট, রবিবার দুটি ছোট বিমানের সংঘর্ষে একজন নিহত এবং তিনজন আহত হয়েছে।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে জানায়, একটি সেসনা ১৭২ এবং একটি এক্সট্রা ফ্লুগজেউগবাউ ইএ৩০০ বিমান ফোর্ট মরগান মিউনিসিপ্যাল এয়ারপোর্টের দিকে এগিয়ে আসার সময় মাঝ আকাশে একে অপরের সাথে ধাক্কা খায়।
জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কালো ধোঁয়া ও সক্রিয় আগুন দেখতে পায়। সংবাদমাধ্যম সিএনএনের সহযোগী সংস্থা কেএমজিএইচ প্রচারিত ফুটেজে দেখা যায়, একটি বিমান রানওয়ের পাশে বিধ্বস্ত হয়ে পড়ে আছে, চারপাশে কালো ছাই আর তরল ছড়িয়ে রয়েছে।
মরগান কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, সেসনা বিমানটি বিমানবন্দরে অবতরণের চেষ্টাকালে শেষ মুহূর্তে মাঝ আকাশে অপর ছোট বিমানের সাথে সংঘর্ষ ঘটে। দুটি বিমানেই দুজন করে যাত্রী ছিল। সংঘর্ষের পরে বিমান দুটি বিধ্বস্ত হয় এবং আগুন ধরে যায়।
সেসনার দুই আরোহী আহত হয় এবং তাদের ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়েছে। অপরদিকে দ্বিতীয় বিমানের একজন আরোহীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মরগান কাউন্টি করোনার অফিস একজন যাত্রীকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করে। এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ড (এনটিএসবি) সংঘর্ষের কারণ তদন্ত করছে।
তথ্যসূত্র:
1. 1 killed, 3 injured after small planes collide midair at Colorado airport
– https://tinyurl.com/mrysu554


