
অধিকৃত কাশ্মীরে গত আগস্ট জুড়ে ব্যাপক দমন-পীড়ন চালিয়েছে দখলদার ভারতীয় বাহিনী। এ সময়ে তাদের অভিযানে ছয় কাশ্মীরি মুসলিম শহীদ হয়েছেন।
গত ১ সেপ্টেম্বর কাশ্মীর মিডিয়া সার্ভিসের গবেষণা বিভাগের তথ্য অনুযায়ী, অন্তত চারজনকে সাজানো বন্দুকযুদ্ধে হত্যা করা হয়েছে। আগস্ট মাসজুড়ে ভারতীয় সেনা, আধাসামরিক বাহিনী, পুলিশ, বিশেষ তদন্ত সংস্থা ও জাতীয় তদন্ত সংস্থা যৌথভাবে ১৮৬টি অভিযান চালায়। এসব অভিযানে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়, যাদের অধিকাংশই রাজনৈতিক কর্মী, যুবক ও শিক্ষার্থী।
প্রতিবেদনে বলা হয়েছে, একই সময়ে ১১ জন কাশ্মীরি মুসলিমের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে এবং পাঁচজন মুসলিম সরকারি কর্মচারীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
বর্তমানে তিন হাজারেরও বেশি কাশ্মীরি রাজনৈতিক ব্যক্তি দমন–পীড়নের শিকার হয়ে কারাগারে বন্দী রয়েছেন। তাদের মধ্যে আছেন নারী, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও আইনজীবী।
তথ্যসূত্র:
1. Indian troops martyr six Kashmiris in August
– https://tinyurl.com/2x46da2p


