
গত ৩১ আগস্ট রবিবার গভীর রাতে আফগানিস্তানের পূর্বাঞ্চলের কয়েকটি প্রদেশে আঘাত হানে ৬.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এতে নিহতের সংখ্যা ৮০০ ছাড়িয়ে গেছে, এছাড়া আহত হয়েছেন আরও ৩০০০ এর অধিক। ভূমিকম্পটি সবচেয়ে বেশি আঘাত হেনেছে কুনার প্রদেশ। এছাড়া নানগারহার ও লাঘমান প্রদেশেও হতাহতের খবর পাওয়া গেছে।
তালিবান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সেনাবাহিনী ও বিমানবাহিনীর উদ্ধারকারী টিম অনতিবিলম্বে ক্ষতিগ্রস্ত অঞ্চলে মোতায়েন হয়েছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত সেবায় অবস্থান নিয়েছেন মেডিক্যাল টিমের সদস্যগণ। ভুক্তভোগীদের সহায়তায় হেলিকপ্টার, সামরিক অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামাদি আনা হয়েছে।
তথ্যসূত্র:
1. GALLERY: Afghanistan Earthquake – Scenes of Devastation and Rescue
– https://tinyurl.com/4zcdszbb


