ফটো রিপোর্ট ।। আফগানিস্তানে তীব্র ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞ, উদ্ধার ও সহায়তা কার্যক্রম অব্যাহত

0
205

গত ৩১ আগস্ট রবিবার গভীর রাতে আফগানিস্তানের পূর্বাঞ্চলের কয়েকটি প্রদেশে আঘাত হানে ৬.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এতে নিহতের সংখ্যা ৮০০ ছাড়িয়ে গেছে, এছাড়া আহত হয়েছেন আরও ৩০০০ এর অধিক। ভূমিকম্পটি সবচেয়ে বেশি আঘাত হেনেছে কুনার প্রদেশ। এছাড়া নানগারহার ও লাঘমান প্রদেশেও হতাহতের খবর পাওয়া গেছে।

তালিবান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সেনাবাহিনী ও বিমানবাহিনীর উদ্ধারকারী টিম অনতিবিলম্বে ক্ষতিগ্রস্ত অঞ্চলে মোতায়েন হয়েছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত সেবায় অবস্থান নিয়েছেন মেডিক্যাল টিমের সদস্যগণ। ভুক্তভোগীদের সহায়তায় হেলিকপ্টার, সামরিক অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামাদি আনা হয়েছে।

কুনার ও নানগারহার প্রদেশে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে। হতাহতের ঘটনা ছাড়াও শক্তিশালী কম্পনে শত শত বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।
উদ্ধারকর্মীগণ বিধ্বস্ত বাড়িঘর ও ধ্বংসস্তূপে দিনভর জীবিতদের খোঁজে ব্যাপক অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন।
উদ্ধার অভিযানে সক্রিয় ভূমিকা পালন করেছেন ইমারতে ইসলামিয়ার সরকারী কর্মীগণ। আহতদের হাসপাতালে স্থানান্তর করতে প্রতিরক্ষা বাহিনী অনতিবিলম্বে মোতায়েন হয়েছেন।
হেলিকপ্টারের মাধ্যমে আহতদের কুনার, নানগারহার ও কাবুলের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এছাড়া নিহত ব্যক্তিদের কবরস্থ করতে তাদের প্রিয়জনদের সহায়তা করেছেন সরকারি কর্মকর্তাগণ।

তথ্যসূত্র:
1. GALLERY: Afghanistan Earthquake – Scenes of Devastation and Rescue
– https://tinyurl.com/4zcdszbb

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকাশ্মীরে আগস্ট জুড়ে ব্যাপক দমন–পীড়ন চালালো দখলদার ভারত, নিহত ছয় মুসলিম
পরবর্তী নিবন্ধগাজায় গর্ভবতী নারী-শিশুসহ আরো ৫৯ ফিলিস্তিনিকে হত্যা করল দুর্বৃত্ত ইসরায়েল