ভারতে পানির পাত্র স্পর্শ করায় দলিত শিশুকে উল্টো ঝুলিয়ে মারধর করলো উচ্চ বর্ণের হিন্দুরা

0
79

ভারতের রাজস্থানের বারমের জেলার ভাখরপুরা গ্রামে মাত্র আট বছর বয়সী এক দলিত (নিম্ন শ্রেণি) হিন্দু শিশুকে পানির পাত্র স্পর্শ করার কারণে উচ্চ জাতের হিন্দু ব্যক্তিরা গাছের সঙ্গে উল্টো করে ঝুলিয়ে নৃশংসভাবে মারধর করেছে। এ ঘটনায় পুলিশ ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে।

গত ১ সেপ্টেম্বর দ্য অবজারভার পোস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। শিশুটির মা পুরী দেবী জানিয়েছে, তার ছেলে নিজ গ্রামে খেলছিল। এ সময় নরনারম প্রজাপত ও ডেমারাম প্রজাপত নামে দুই ব্যক্তি তাকে বাথরুম পরিষ্কার করা এবং আবর্জনা সংগ্রহ করতে বাধ্য করেন। কাজ শেষে শিশুটি পানি পান করার উদ্দেশ্যে তাদের পানির পাত্র স্পর্শ করলে, ওই দুই ব্যক্তি তাকে নরনারমের বাড়িতে নিয়ে গিয়ে গাছের সঙ্গে উল্টো করে বেঁধে মারধর করে।

আক্রমণ থামাতে গেলে শিশুটির মা ও দাদিকেও মারধর করা হয়। এক আত্মীয় মোবাইলে ঘটনাটি রেকর্ড করতে শুরু করলে হামলা বন্ধ হয়।

পুলিশ জানিয়েছে, ‘প্রাথমিক তদন্ত ও মেডিকেল পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে শিশুটিকে উল্টো করে ঝুলিয়ে মারধর করা হয়েছে। তবে জলপাত্র স্পর্শ করার অভিযোগটি তদন্তাধীন।’


তথ্যসূত্র:
1. Rajasthan: 8-Year-Old Dalit Boy Beaten, Hung Upside Down for Touching Water Pot in Barmer
– https://tinyurl.com/5x3zmjnz

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় গর্ভবতী নারী-শিশুসহ আরো ৫৯ ফিলিস্তিনিকে হত্যা করল দুর্বৃত্ত ইসরায়েল
পরবর্তী নিবন্ধভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সব সম্পদ কাজে লাগানোর নির্দেশ ইমারতে ইসলামিয়ার