ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সব সম্পদ কাজে লাগানোর নির্দেশ ইমারতে ইসলামিয়ার

0
128

আফগানিস্তানের কুনার প্রদেশে ৬ দশমিক শূন্য মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ১৪১১ জন মানুষ প্রাণ হারিয়েছেন এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। ক্ষতিগ্রস্তদের সহায়তায় দেশটির সরকার নিরলসভাবে কাজ করছে এবং সমস্ত সম্পদ কাজে লাগাচ্ছে।

ইমারতে ইসলামিয়া সরকারের গত ১ সেপ্টেম্বর এক বিবৃতিতে জানানো হয়েছে, দুর্গত এলাকায় দ্রুত পৌঁছে নিহতদের দাফন, আহতদের চিকিৎসা এবং ভুক্তভোগীদের জরুরি সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য সব ধরনের উপলব্ধ সম্পদ ব্যবহার করার ওপর জোর দেওয়া হয়েছে।

এছাড়াও দেশটির সরকার সব আফগান নাগরিককে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে এবং আশ্রয়, খাদ্য ও বস্ত্র দিয়ে মানবিক দায়িত্ব পালনে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছে।


তথ্যসূত্র:
1. Islamic Emirate of Afghanistan: Mobilize All Resources to Assist Earthquake Victims
– https://tinyurl.com/ycy3e5xh

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতে পানির পাত্র স্পর্শ করায় দলিত শিশুকে উল্টো ঝুলিয়ে মারধর করলো উচ্চ বর্ণের হিন্দুরা
পরবর্তী নিবন্ধরংপুর মেডিকেল কলেজ হোস্টেলে ছাত্রদল নেতার গাঁজার আসর