
রংপুর মেডিকেল কলেজ (রমেক) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও ইন্টার্ন ডক্টরস সোসাইটির নবনির্বাচিত সভাপতি সাদমান সাকিব মিরাজের বিরুদ্ধে হোস্টেলের ভিতরেই গাঁজা সেবনের আসর বসানোর অভিযোগ উঠেছে। অভিযোগের প্রমাণ হিসেবে একটি কথোপকথনের স্ক্রিনশর্ট সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
গত সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে ইশফাক হোসেন নামের একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করা স্ক্রিনশর্টে দেখা যায়, মিরাজের সঙ্গে অন্য একজনের কথোপকথনে গাঁজা সেবনের আলাপ চলছে। স্ক্রিনশর্ট অনুযায়ী, মিরাজ ‘শুকনা’ এবং ‘শীঘ্রই লিকুইড খাবে’ বলে প্রতিউত্তর দিয়েছে।
গণমাধ্যমের অনুসন্ধানে জানা যায়, রমেকের মুক্তা হোস্টেলে গোপনে গাঁজা সেবনের আসর বসে এবং এতে ছাত্রদল নেতা মিরাজের যোগসাজশ রয়েছে। বিষয়টি সামনে আসার পরেই কথোপকথনের স্ক্রিনশর্ট ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এছাড়া মিরাজের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের রমেক শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ তানভীর রহমানের নিবিড় যোগাযোগের অভিযোগও উঠেছে।
তথ্যসূত্র:
১. রংপুর মেডিকেল কলেজ হোস্টেলে ছাত্রদল নেতার গাঁজার আসর
-https://tinyurl.com/3kw5prpj


