
আল-কাসসাম ব্রিগেড গাজায় জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে “মূসার লাঠি” শিরোনামে একটি নতুন অপারেশন শুরু করেছে। এই অপারেশনের অংশ হিসেবে, আল-কাসসাম ব্রিগেড উত্তর গাজার জাবালিয়ায় দখলদার ইসরায়েলি সামরিক যানবাহন লক্ষ্য করে মুজাহিদদের পরিচালিত অভিযানের একটি লাইভ ফুটেজ প্রকাশ করেছে।
গত ৩ সেপ্টেম্বর বুধবার প্রকাশিত ৩ মিনিটের ভিডিওটির শুরুতেই অভিযানে অংশগ্রহণকারী একজন মুজাহিদকে বলতে শোনা যায়, “আমরাই তারা যারা নবী মুহাম্মদ (ﷺ) প্রতি এই বলে আনুগত্য প্রকাশ করেছি যে, আমরা যতদিন বেঁচে থাকব, ততদিন আল্লাহ তাআ’লার পথে জিহাদ চালিয়ে যাব…।”
বক্তব্যের পর, ইয়াসিন-১০৫ শেল নিয়ে মুজাহিদদেরকে গাজার উত্তরে জাবালিয়া শহরে শত্রু যানবাহন লক্ষ্য করে এগিয়ে যেতে দেখা যায়। এসময় মুজাহিদিনরা শহরের আল-তাইয়ারি এলাকায় জায়োনিস্ট বাহিনীর একটি মেরকাভা ট্যাংক এবং একটি ট্রুপ ক্যারিয়ার যান পর্যবেক্ষণ করেন। পরে ইয়াসিন-১০৫ শেল দিয়ে শত্রুর মেরকাভা ট্যাংকটি লক্ষ্য করে হামলা চালান। আর ট্রুপ ক্যারিয়ার যানটিতে একজন মুজাহিদ হাতে বহন করে ১টি বিস্ফোরক ডিভাইস স্থাপন করেন। যানটিতে বিস্ফোরক স্থাপন করার পর আল-কাসসামের মুজাহিদকে নিরাপদে ফিরে আসতে দেখা যায়। পরে যানটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে।
এরপর একজন মুজাহিদকে জায়োনিস্ট বাহিনীর ২টি মেরকাভা ট্যাংকের দিকে এগিয়ে যেতে দেখা যায় এবং তিনি একটি মেরকাভা ট্যাংকের উপর আরোহণ করতে সক্ষম হন। এসময় আল-কাসসাম মুজাহিদ ট্যাংকের কমান্ড টারেটটি খোলে সেখানে বিস্ফোরক ডিভাইস স্থাপনের চেষ্টা করেন, যা শত্রু সৈন্যরা ভেতর থেকে বন্ধ করে রেখেছিল। এসময় ট্যাংকের উপর থাকা মুজাহিদের দিক থেকে শত্রুর দৃষ্টি সরাতে মুজাহিদিনরা মেশিনগান থেকে গুলি ছুড়তে শুরু করেন, পরে আল-ইয়াসিন শেল ব্যবহার করে শত্রুর ট্যাংকগুলোকে মুজাহিদিনরা লক্ষ্যবস্তুতে পরিণত করেন।
ভিডিও দেখুন…
https://x.com/AJArabic/status/1963289273810948332



alhamdulillah