
আফগানিস্তানের কুনার ও নানগারহার প্রদেশে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণকে সহায়তার উদ্দেশ্যে আর্থিকভাবে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছে ইমারতে ইসলামিয়া সরকার।
সম্প্রতি ইমারতে ইসলামিয়ার উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত হাফিযাহুল্লাহ তার অফিসিয়াল এক্স পোস্টে দেশের বাণিজ্যিক ব্যাংকসমূহে চালু হওয়া এই সংক্রান্ত একাউন্ট নম্বরের একটি তালিকা উপস্থাপন করেছেন। এই একাউন্টগুলো Assistance for victims of natural disasters এই শিরোনামে সক্রিয় করা হয়েছে।
এতে আফগানি মুদ্রা(AFN) এবং মার্কিন ডলার মুদ্রা (USD) উভয় ধরনের লেনদেনে অর্থ সহায়তা পাঠাতে পৃথক পৃথক হিসাব নম্বর উল্লেখ করা হয়েছে।
আফগানিস্তানের সংশ্লিষ্ট ব্যাংকের নাম ও হিসাব নম্বরসমূহ নিচে তুলে ধরা হল:
১) আজিজি ব্যাংক, AFN হিসাব নং: 000701108044319, USD হিসাব নং: 000701208044471
২) আফগানিস্তান ইন্টারন্যাশনাল ব্যাংক, AFN হিসাব নং: 9041111104218801, USD হিসাব নং::9041112104218801
৩) ব্যাংক মিল্লি আফগান, AFN হিসাব নং: 1801221000020, USD হিসাব নং: 1801222000001
৪) গাজানফার ব্যাংক, AFN হিসাব নং: 1089150000001, USD হিসাব নং: 1089150000002
৫) নিউ কাবুল ব্যাংক, AFN হিসাব নং: 61198776, USD হিসাব নং: 61198776
৬) ইসলামিক ব্যাংক অফ আফগানিস্তান, AFN হিসাব নং: 01102100004394, USD হিসাব নং: 01102200003721
৭) পাশতানি ব্যাংক, AFN হিসাব নং: 1054360000858, USD হিসাব নং: 1054365000001
8) আফগান ইউনাইটেড ব্যাংক, AFN হিসাব নং: 109505AFS2518850, USD হিসাব নং: 1095051USD2521256
৯) ফার্স্ট মাইক্রো ফিন্যান্স ব্যাংক, AFN হিসাব নং: 021002010002957, USD হিসাব নং: 021002020002028
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/bdd2sjpn


