আলেপ্পোতে সন্ত্রাসী মার্কিন নেতৃত্বাধীন জোটের ড্রোন হামলায় দুই জন নিহত

0
70

সিরিয়ায় আলেপ্পো বিমানবন্দরের কাছে ৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার মার্কিন নেতৃত্বাধীন জোটের ড্রোন হামলায় দুজন নিহত হয়েছেন। দেশটির একজন নিরাপত্তা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যমও এ হামলার খবর প্রকাশ করেছে।

এএফপির একজন সংবাদদাতা বিমানবন্দরের কাছে একটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়া গাড়ি দেখতে পাওয়ার কথা জানিয়েছেন, যার চারপাশে বিস্ফোরকের ধাতব টুকরা ছড়িয়ে ছিল।

এ ছাড়া সরকারি সংবাদ সংস্থা সানা জানিয়েছে, আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরের পথে একটি বেসামরিক গাড়িকে ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংস্থাটি অন্তত একজন নিহত হওয়ার কথাও উল্লেখ করেছে।

অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা আলি আল-ইউসুফ এএফপিকে বলেন, গাড়িতে থাকা দুজন নিহত হয়েছেন।

সন্ত্রাসী ইসরায়েল ও যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট সিরিয়ায় বারবার ড্রোন হামলা চালিয়েছে। এই জোট প্রায়ই সিরিয়ার উত্তরাঞ্চলে হামলা চালায়।


তথ্যসূত্র:
1. One killed in drone targeting vehicle near Syria’s Aleppo airport, SANA reports
– https://tinyurl.com/3wazx2y2
2. Drone strike targets car on road to Aleppo International Airport in northern Syria
– https://tinyurl.com/etwajt5w

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় আগ্রাসনের প্রতিশোধ নিতে মার্কিন বিমান ঘাঁটিতে আশ-শাবাবের অনন্য অভিযান: অসংখ্য ক্রুসেডার হতাহত
পরবর্তী নিবন্ধআধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্ৰুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ০৮