
চট্টগ্রামের আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম (হাটহাজারী মাদ্রাসা) সামনে আরিয়ান ইব্রাহীম নামের এক যুবকের অশোভন অঙ্গভঙ্গির ছবি তুলে ফেসবুকে পোস্ট দেওয়ায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। এ ঘটনায় শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাটহাজারীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ হয় এবং অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে। সে ফটিকছড়ি পৌরসভার ৩ নং ওয়ার্ড শাখা ছাত্রদলের সভাপতি বলে ফেসবুকে দাবি করছে।
স্থানীয় সূত্র গণমাধ্যমকে জানায়, আরিয়ান ইব্রাহীম শনিবার সকালে নিজের ফেসবুক আইডিতে ওই ছবিটি পোস্ট করে। বিষয়টি জানাজানি হলে কওমি মহলে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফটিকছড়ি থানা-পুলিশ তাকে পৌর সদর থেকে গ্রেফতার করে। আরিয়ান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আটক হওয়ার পর সে ভিডিও বার্তায় দুঃখ প্রকাশ করে।
ঘটনার পর হাটহাজারী পৌর এলাকার গোলচত্বরে মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয়রা বিক্ষোভ করেন।
তথ্যসূত্র:
১. হাটহাজারীর ঘটনায় অভিযুক্ত ছাত্রদল নেতা আরিয়ান ইব্রাহিম গ্রেফতার
– https://tinyurl.com/mrxk8sfr


