
ভারতের গুজরাটের বোতাদ জেলায় নয় দিন ধরে পুলিশের নির্যাতনের শিকার হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে ১৭ বছর বয়সী মুসলিম কিশোর আরিয়ান মাখিয়ালা। বর্তমানে অজ্ঞান অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
৮ সেপ্টেম্বর দ্য অবজারভার পোস্ট-এ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বোতাদ জেলার হারানকুই এলাকার বাসিন্দা আরিয়ান মাখিয়ালা দিনমজুর হিসেবে কাজ করে তার পরিবারের ভরণপোষণ করতেন। গত ১৯ আগস্ট চুরির অভিযোগে পুলিশ তাকে আটক করে এবং থানায় নির্যাতন চালায়, এ সময় থানায় তার দাদাকেও মারধর করা হয়।
মাইনরিটি কো-অর্ডিনেশন কমিটি (এমসিসি) জানায়, টানা নয় দিন ধরে পুলিশ আরিয়ানকে মারধর করেছে, যার ফলে তার পা, কোমর ও কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে তিনি ডায়ালাইসিসে আছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক।
আরিয়ানের দাদা, দাদি ও বোনের ভিডিও সাক্ষ্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তারা অভিযোগ করেছেন যে পুলিশ সদস্যরা আরিয়ানকে নির্মমভাবে প্রহার করেছে।
এমসিসি-র আহ্বায়ক মুজাহিদ নাফিস বলেন, ‘এটি নতুন ঘটনা নয়। ২০২৩ সালে একই জেলায় কালু পদর্শি নামে এক মুসলিম যুবককেও পুলিশ হেফাজতে পিটিয়ে হত্যা করা হয়েছিল, সে ঘটনায় তিনজন পুলিশ সদস্য কারাগারে পাঠানো হয়েছিল।’ তিনি আরও অভিযোগ করেন, পুলিশ সুপ্রিম কোর্টের নির্দেশিকা লঙ্ঘন করেছে এবং বিদ্বেষপূর্ণ মানসিকতায় সমাজে বিভাজন সৃষ্টির চেষ্টা করেছে।
তথ্যসূত্র:
1. Gujarat: Muslim Teen Critical With Kidney Failure After 9 Days of Alleged Police Torture
– https://tinyurl.com/4d9kf859


