
অধিকৃত আল-কুদসের (জেরুজালেম) উত্তরে দুইজন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা বীরত্বপূর্ণ এবং অনন্য এক অভিযান পরিচালনা করেছেন। এতে ৬ জায়নবাদী নিহত এবং আরও ২০ জায়নবাদী আহত হয়েছে বলে জানা গেছে।
আল-জাজিরার তথ্যমতে, ৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সোমবার সকাল ১০:০০ টায়, জেরুজালেমের উত্তরে অবস্থিত রামোট জংশনের বাস স্টেশন সরাসরি সংঘর্ষের স্থলে পরিণত হয়েছে। পশ্চিম তীরের রামাল্লাহ শহর থেকে আগত দুইজন ফিলিস্তিনি যুবক, যারা “কার্লো” অ্যাসল্ট রাইফেল হাতে সজ্জিত ছিলেন, তাঁরা বাস স্টেশনে এসে দখলদার ইহুদী বসতি স্থাপনকারীদের একটি বিশাল দলকে টার্গেট করে গুলি চালাতে শুরু করেন এবং একটি বাসের নিয়ন্ত্রণ নেন। এই মুজাহিদিনরা শহীদ হওয়ার মাধ্যমে বাসটিতে তাদের অভিযান সম্পন্ন করেন।
দখলদার স্থাপনকারীদের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের এই অভিযানে অন্তত ৬ ইহুদী নিহত এবং আরও ২০ এরও বেশি ইহুদী আহত হয়েছে, আহতদের মধ্যে ৭ জায়নবাদীর অবস্থা আশঙ্কাজনক।
দখলদার বসতি স্থাপনকারী প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে, এই অভিযানের ফলে জংশনে কয়েকশ মিটার পর্যন্ত অস্বাভাবিক যানজট তৈরি হয়েছে। প্রতিরোধ যোদ্ধাদের একজন নিজেকে তল্লাশি পরিচালনাকারী নিরাপত্তা কর্মকর্তা হিসেবে পরিচয় দেয় এবং পরে বাসের নিয়ন্ত্রণ নিয়ে গুলি চালাতে শুরু করে। পরে জায়োনিস্ট বাহিনীর সাথে ২ জন প্রতিরোধ যোদ্ধার মধ্যে ভারী গোলাগুলি শুরু হয়, এসময় শাহাদাতের আগ পর্যন্ত তারা ইহুদি দখলদারদের উপর হামলা চালিয়ে যান। ফলে দখলদারদের মধ্যে হতাহতের এই সংখ্যাটি আরও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। ইসরায়েলি অ্যাম্বুলেন্সগুলিকে ইহুদিদেরকে রক্তদানের জন্যও আহ্বান করতে দেখা গেছে।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/4v49k7eh


