আফগানিস্তানের বাঘলান প্রদেশে ইন্টারনেট সেবা উন্নত করলো ইমারতে ইসলামিয়া প্রশাসন

0
60

আফগানিস্তানের বাঘলান প্রদেশে ফোর-জি (4G) ইন্টারনেট সেবা আরও উন্নত করলো ইমারতে ইসলামিয়া প্রশাসন। দেশটির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ঘোষণা করেছে যে, জনসাধারণের চাহিদার প্রেক্ষিতে প্রদেশ জুড়ে ২৯টি যোগাযোগ সাইটকে টুজি এবং থ্রিজি থেকে ফোরজিতে উন্নীত করা হয়েছে।

গত ১০ সেপ্টেম্বর আফগান গণমাধ্যম বখতার নিউজ এজেন্সি জানিয়েছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রাদেশিক পরিচালক মাওলানা আব্দুল হানান ফায়াজ হাফিযাহুল্লাহ জানিয়েছেন, ‘গত চার বছরে পুলে খুমরী শহর ও বিভিন্ন জেলায় রোশান নেটওয়ার্কের ১৫টি, আফগান ওয়্যারলেসের ১১টি এবং ইটিসালাতের ৩টি সাইট উন্নীত করা হয়েছে। এই পদক্ষেপ টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবার মান উন্নত করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।’

তিনি আরও জানিয়েছেন, বাকি সাইটগুলোও শীঘ্রই ফোরজি প্রযুক্তিতে আপগ্রেড করার পরিকল্পনা চলছে, যাতে পুরো প্রদেশে আধুনিক এবং দ্রুত ইন্টারনেট সেবা নিশ্চিত করা যায়।


তথ্যসূত্র:
1. Baghlan Expands 4G Coverage Amid Connectivity Complaints
– https://tinyurl.com/8kvknhfb

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবর্বর ইসরায়েলি হামলায় গাজায় একদিনে শহীদ আরও ৭২ ফিলিস্তিনি
পরবর্তী নিবন্ধইয়েমেনে বর্বর ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৩৫