
ইহুদিবাদী দখলদার ইসরায়েলের বিমান হামলায় ইয়েমেনের রাজধানী সানা ও আল-জাওফ প্রদেশে এ পর্যন্ত অন্তত ৩৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ১৩১ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ১০ সেপ্টেম্বর, বুধবার এই হামলা চালানো হয়।
ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সানার আল-তাহরির এলাকার একটি আবাসিক ভবন, একটি চিকিৎসাকেন্দ্র এবং আল-জাওফ প্রদেশের রাজধানী আল-হাজমের সরকারি কমপাউন্ড এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকেই আটকে থাকতে পারেন বলে জানানো হয়েছে।
দমকল ও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন। পাশাপাশি হামলার ফলে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন তারা।
ইয়েমেনের আল-মাসিরাহ টেলিভিশন জানায়, সানার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে স্বাস্থ্য খাতের একটি মেডিকেল সেন্টার এবং আল-হাজমে স্থানীয় একটি সরকারি কার্যালয় এই হামলায় সরাসরি লক্ষ্যবস্তু করা হয়। এতে বহু মানুষ হতাহত হয়েছেন।
তথ্যসূত্র:
1. Israel kills 35 in Yemen attack a day after bombing Qatar’s Doha
– https://tinyurl.com/ej78m5v8
2. Israeli airstrikes on Yemen kill at least 35, Houthi officials say
– https://tinyurl.com/yn96axda


